সাঈদীর মৃতদেহ ঘিরে শাহবাগে অরাজকতা করেছে জামায়াত-শিবির: ডিএমপি

সংগৃহীত ছবি

সাঈদীর মৃতদেহ ঘিরে শাহবাগে অরাজকতা করেছে জামায়াত-শিবির: ডিএমপি

অনলাইন ডেস্ক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবি জানাজার অনুমতি দেবে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।  বুধবার (১৬ আগস্ট) রাজধানীতে সাঈদীর গায়েবি জানাজা করতে চায় জামায়াত।   

গোলাম ফারুক বলেন, ‘জামায়াত-শিবির অগ্নি সন্ত্রাস থেকে বের হতে পারেনি বলেই সাঈদীর মৃত্যু নিয়ে হাসপাতালে অরাজকতা চালিয়েছে।

 

ডিএমপি কমিশনার জানান, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে চায় তার পরিবার। পুলিশ সেটি মানলেও মরদেহ নিতে কালক্ষেপণ করে পরিবার ও জামায়াতের নেতাকর্মীরা। ভোরে নামাজের পর তারা সাঈদীর মরদেহবাহী গাড়ি আটকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের বিএসএমএমইউ বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে বলেন। পুলিশের আহ্বানে তারা সরতে না চাইলে সংঘর্ষ বাধে।

তিনি জানান, সংঘর্ষে পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মকর্তা।

news24bd.tv/আইএএম