কণ্ঠস্বরকে সুন্দর করে ‘কণ্ঠ ব্যায়াম’

‘কণ্ঠ ব্যায়াম’

কণ্ঠস্বরকে সুন্দর করে ‘কণ্ঠ ব্যায়াম’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নিজেকে উপস্থানের অন্যতম মাধ্যম সুস্থ-সুন্দর কণ্ঠ। গান, আবৃত্তি, উপস্থাপনা, বক্তব্য, ইত্যাদির গ্রহণযোগ্যতাও মানুষের হৃদয় ছুঁয়ে দেওয়ার জন্য কণ্ঠ প্রধান নিয়ামক। কণ্ঠ সুন্দর করতে মানুষ কত কিছুই না খেয়ে থাকেন। কিন্তু কণ্ঠ সুন্দর করতে একটি সুন্দর ব্যায়াম আছে যা আমরা অনেকেই জানি না।

নিজের স্বরকে সাবলীল আর সুন্দর রাখতে আপনি কিছু সাধারণ ব্যায়াম করতে পারেন। যেমন যে কোনো একটি শব্দ, ধরা যাক বাংলায়, ‘আহামরী’ শব্দটি আপনি নিলেন।

এই শব্দটিকে টেনে-টেনে লম্বা করে জোরে জোরে উচ্চারণ করুন। যেমন- আ-আআআআআআ-হা-আআআআআ-ম-অঅঅঅ-রি-ইইইইই।

এভাবে একেবারে দম ফুরিয়ে না যাওয়া পর্যন্ত সশব্দে উচ্চারণ করুন। এরকম কয়েকবার করুন। দেখবেন আপনার কণ্ঠের উপকার হবেই হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর