চন্দ্রযান-৩ থেকে আলাদা হলো ল্যান্ডার, অবতরণ কবে?

সংগৃহীত ছবি

চন্দ্রযান-৩ থেকে আলাদা হলো ল্যান্ডার, অবতরণ কবে?

অনলাইন ডেস্ক

চাঁদে অবতরণের আরও কাছাকাছি পৌঁছেছে ভারত। চাঁদের কক্ষপথে ঘুরতে থাকা চন্দ্রযান-৩ থেকে বৃহস্পতিবার আলাদা হয়েছে ল্যান্ডার বিক্রম। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার এটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে জানা গেছে।

এর আগে গত ১৪ জুলাই ভারতের নিজেদের তৈরি এই মহাকাশযান উৎক্ষেপণ করে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

সংস্থাটি জানিয়েছে, চন্দ্রযান-৩ থেকে ল্যান্ডার বিক্রম সফলভাবে আলাদা হয়েছে। এ অভিযানে সফল হলে ভারত হবে প্রথম দেশ, যারা চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান অবতরণ করাবে। আর নিজেদের তৈরি নভোযান চন্দ্রপৃষ্ঠে নামানোর দিক থেকে হবে চতুর্থ দেশ। এর আগে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীন চন্দ্রপৃষ্ঠে নভোযান অবতরণ করিয়েছে।

চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর বিক্রম ছয় চাকার রোভার প্রজ্ঞানকে ছাড়বে। সেটি চন্দ্রপৃষ্ঠের বিভিন্ন শিলা ও গর্তের চারপাশে ঘুরে ঘুরে তথ্য ও ছবি সংগ্রহ করবে।  

সূত্র : এএফপি