দুই পাকিস্তানি আগস্টের সেরার লড়াইয়ে 

সংগৃহীত ছবি

দুই পাকিস্তানি আগস্টের সেরার লড়াইয়ে 

অনলাইন ডেস্ক

আইসিসির আগস্ট মাসের সেরা পুরুষ ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার সঙ্গে মাস সেরার লড়াইয়ে আছেন স্বদেশী শাদাব খানও। অপর প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার-ব্যাটার নিকোলাস পুরান।  

এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে বাবর খেলেন দেড়শ রানের ইনিংস।

এর আগে আফগানিস্তান সিরিজের শেষ দুই ম্যাচেই তার ব্যাট থেকে এসেছে ফিফটি। তাই অনুমিতভাবেই মাসসেরার তালিকায় জায়গা করে নিয়েছেন বাবর।

এদিকে,  আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পাক অলরাউন্ডার শাদাব খান। প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৩৯ বলে ৫০ রানের ইনিংসের পাশাপাশি বল হাতে নেন আবদুল রহমানের গুরুত্বপূর্ণ উইকেট।

দ্বিতীয় ওয়ানডেতে দল যখন বিপর্যয়ে তখন একাই লড়ে গেছেন। ৩৫ বলে তার ৪৮ রানের ইনিংসে ভর করেই ম্যাচটি জিতে পাকিস্তান। শেষ ম্যাচে বল হাতে নিয়েছেন ৩ উইকেট। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে রেকর্ড বোলিং ফিগার ২৭ রানে নেপালের ৪ উইকেট তুলে নেন পাক এই অলরাউন্ডার।  

মাসসেরার তালিকায় থাকা আরেক ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার নিকোলাস পুরান। ভারতের বিপক্ষে টি২০ সিরিজ জয়ে যিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে পেয়েছেন সিরিজসেরার পুরস্কার। প্রথম ম্যাচে ৪ রানের নাটকীয় জয়ে ব্যাট হাতে পুরান খেলেছিলেন ৩৪ বলে ৪১ রানের ইনিংস। এই ফর্ম তিনি নিয়ে যান দ্বিতীয় ম্যাচেও। ৪০ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে এনে দেন জয়।

তৃতীয় ও চতুর্থ ম্যাচে ভারত কামব্যাক করলেও শেষ ম্যাচে ব্যাট হাতে আবারও ঝড় তোলেন পুরান। ৩৫ বলে ৪৭ রানের ইনিংস খেলে দলের সিরিজ জয়ে রাখেন বড় অবদান।

news24bd.tv/SHS