পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা, নেই নাসিম শাহ

সংগৃহীত ছবি

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা, নেই নাসিম শাহ

অনলাইন ডেস্ক

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে চোট পান নাসিম শাহ। তখন এ কাঁধের চোটকে এত গুরুতর ভাবা না হলেও এখন বিশ্বকাপেই খেলা হচ্ছে না তার। নাসিমকে বাদ দিয়ে ১৫ সদস্যর চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজমের নেতৃত্বাধীন বিশ্বকাপ দলে চমক আছে আরও।

নাসিম শাহের পরিবর্তে ভারতগামী বিমানে চড়তে যাচ্ছেন হাসান আলী। এশিয়া কাপের দলে থাকা ফাহিম আশরাফকেও বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেনি পিসিবি। ডানহাতি এ পেস বোলিং অলরাউন্ডারের জায়গায় বিশ্বকাপ দলে ঢুকেছেন লেগ স্পিনার উসামা মীর।

২৯ বছর বয়সী হাসান পাকিস্তানের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২২ সালের জুনে।

আর উসামার সর্বশেষ ম্যাচ এশিয়া কাপের আগে আফগানিস্তান সিরিজে।

উসামা যুক্ত হয়েছেন শাদাব খান ও মোহাম্মদ নওয়াজদের নিয়ে গড়া স্পিন আক্রমণে। আর পেস আক্রমণে হাসান সঙ্গী হয়েছেন শাহিন আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রদের।

আজ লাহোরে বিশ্বকাপ দল ঘোষণার পর প্রধান নির্বাচক ইনজামাম উল হক বলেন, ‘নাসিম আমাদের প্রধান বোলার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চোটের কারণে ওকে পাওয়া যাচ্ছে না। হাসনাইন আর ইহসানুল্লাহও চোটে ভুগছে। হাসানকে বাছাই করা হয়েছে তার অভিজ্ঞতার কারণে। পাকিস্তানের হয়ে বড় টুর্নামেন্টে ভালো করেছে সে। নাসিমের জায়গায় আমাদের এমন কাউকে দরকার ছিল, যে নতুন বলে বোলিং করতে পারবে। হাসান নতুন, পুরোনো দুই বলেই ভালো বোলিং করে, একই সঙ্গে টিম–ম্যানও। ওর উপস্থিতি দলকে শক্তি জোগাবে। ’

বিশ্বকাপের জন্য পাকিস্তান যে ব্যাটিং লাইন-আপ নিয়ে যাচ্ছে, তা অবশ্য অনুমিতই ছিল। ফখর জামান ও ইমাম উল হকের সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে আবদুল্লাহ শফিক, আর মিডল অর্ডারে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদদের সঙ্গে সৌদ শাকিল ও আগা সালমানদের রাখা হয়েছে। বাঁহাতি ব্যাটসম্যান মোহাম্মদ হারিসকে রাখা হয়েছে রিজার্ভ দলে। সঙ্গে আছেন লেগ স্পিনার আবরার আহমেদ আর ডানহাতি পেসার জামান খান।

পাকিস্তানের ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করার কথা ছিল আরও আগেই। তবে এশিয়া কাপে হতাশাজনক পারফরম্যান্স (চার দলের সুপার ফোরে চতুর্থ) ও নাসিমের চোট-পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সময় পেছানো হয়।

বৃহস্পতিবার পিসিবি কার্যালয়ে প্রেসিডেন্ট জাকা আশরাফের সঙ্গে বৈঠকে বসেন অধিনায়ক বাবর আজম, প্রধান কোচ গ্রান্ট ব্রাডবার্ন, টেকনিক্যাল কমিটির সদস্য মিসবাহ উল হক ও মোহাম্মদ হাফিজরা। বৈঠকটি এশিয়া কাপের পারফরম্যান্স পর্যালোচনার পাশাপাশি বিশ্বকাপের দল চূড়ান্ত করা হয়।

পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে।

পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

রিজার্ভ: মোহাম্মদ হারিস, আবরার আহমেদ ও জামান খান।

news24bd.tv/SHS