এক রাউন্ড হাতে রেখেই এনসিএল চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ 

সংগৃহীত ছবি

এক রাউন্ড হাতে রেখেই এনসিএল চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ 

অনলাইন ডেস্ক

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলমান আসরের শিরোপা জিতল ঢাকা ঢাকা বিভাগ। এক রাউন্ড হাতে রেখেই ট্রফি হাতে তুললো ঢাকা। আজ রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট বিভাগকে পঞ্চম রাউন্ডের ম্যাচে ৫২ রানে হারিয়েছে দলটি।

পাঁচ ম্যাচের মধ্যে ৪ জয় ও ১ ড্রয়ে বর্তমানে ঢাকার পয়েন্ট ৩৭।

১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঢাকা মহানগর। ১৮ নভেম্বর শুরু হতে যাওয়া জাতীয় লিগের শেষ রাউন্ডে বোনাস পয়েন্টসহ জিতলেও ঢাকাকে টপকাতে পারবে না মহানগর।

জাতীয় লিগে ঢাকার এটি সপ্তম শিরোপা। এবারের আগে ২০২১-২২ মৌসুমে সর্বশেষ শিরোপা জিতেছিল সাইফ হাসানরা।

সিলেটকে জয়ের জন্য তৃতীয় দিনের শেষ সেশনে ২১০ রানের লক্ষ্য ছুড়ে দেয় ঢাকা। শেষবেলায় রান তাড়া করতে নেমে ৩৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে সিলেট। আজ শেষ দিন জয়ের জন্য সিলেটের দরকার ছিল ১৭০ রান, ঢাকার ৬ উইকেট। শেষ পর্যন্ত ১৫৭ রান পর্যন্ত যেতে পেরেছে সিলেট।

সিলেটের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন অধিনায়ক জাকির হাসান। শুভাগত হোম ঢাকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন।

এদিকে, রংপুর বিভাগ ও ঢাকা মহানগরের দিনের অন্য ম্যাচটি ড্র হয়েছে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুর বিভাগের ৪৩৫ রানের জবাবে মহানগর প্রথম ইনিংসে করেছে ২৯৫ রান। ১৪০ রানে এগিয়ে থেকে গতকাল তৃতীয় দিনের শেষবেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১১ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে রংপুর।

আজ শেষ দিনের খেলায় রংপুরকে আরও একবার বিপদমুক্ত করেন অধিনায়ক আকবর আলী। প্রথম ইনিংসে ক্যারিয়ারসেরা ১৭৯ রান করা আকবর দ্বিতীয় ইনিংসেও ৯৭ রান করেছেন। তার ইনিংসের সৌজন্যে ১৫৯ রান করতে পেরেছে রংপুর। তাতে চতুর্থ ইনিংসে মহানগরের লক্ষ্য দাঁড়ায় ৩০০ রান। জবাবে মহানগর ৪ উইকেটে ১১৩ রান করার পর দিনের খেলা শেষ হয়।

news24bd.tv/SHS