ফেরদৌসকে সংবর্ধনা, যা বললেন নিপুণ

ফেরদৌসকে সংবর্ধনা, যা বললেন নিপুণ

অনলাইন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। দীর্ঘ সময় ধরে রাজনীতিতে সম্পৃক্ত এই অভিনেতা। এবার ঢাকা-১০ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর ফেরদৌস আহমেদকে সংবর্ধনা দেবে শিল্পী সমিতিসহ ১৮ সংগঠন।

বিষয়টি নিশ্চিত করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেত্রী নিপুণ।

সম্প্রতি গণমাধ্যমে অভিনেত্রী বলেন, 'ফেরদৌস ভাই জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে চলচ্চিত্রসংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন। কারণ ফেরদৌস ভাই পরোপকারী মানুষ।

সব সময় সৎ ও আদর্শের সঙ্গে জীবন যাপন করেন। গত শিল্পী সমিতির নির্বাচনে তিনি আমাদের প্যানেল থেকে জয়লাভ করেন। তাঁকে উৎসাহ দেওয়ার জন্যই এই সংবর্ধনার আয়োজন'।

দেশে হিন্দি ছবি নিয়ে নিপুণ বলেন, 'দেশে হিন্দি ছবি মুক্তিতে আমি খারাপ কিছু দেখছি না। মালিকরা হলের সংস্কার করছেন। এভাবে ছবি মুক্তি পেলে দু-তিন বছরের মধ্যে আবার দেশে চার-পাঁচ শ হল হয়ে যাবে। দেশি ছবির বাজারও বাড়বে'।

news24bd.tv/TR