ভৈরবে ট্রেনের ধাক্কায় ৪০ বাসযাত্রী আহত

ভৈরবে ট্রেনের ধাক্কায় ৪০ বাসযাত্রী আহত

নিউজ ২৪ ডেস্ক

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ধাক্কায় ৪০ বাসযাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত ছয়জনকে ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে ভৈরবের শম্ভুপুর রেলগেটে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ভৈরব রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জের তাড়াইলগামী ঈশাখাঁ পরিবহনের একটি বাস শম্ভুপুর রেলগেটের উপর উঠার সাথে সাথে ময়মনসিংহ থেকে ভৈরবগামী লোকাল ট্রেনের ধাক্কা লাগে।

এতে বাসের ৪০ জন যাত্রী আহত হন।  

পরে উপজেলা ও পুলিশ প্রশাসনসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরবসহ পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে গুরুতর আহত ছয়জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

ভৈরব রেল স্টেশনের মাস্টার অমিত লাল সরকার জানান, ঘটনার সময় শম্ভুপুর রেলগেটি খোলা ছিল বলে তিনি জানতে পেরেছেন।

এই গেটে তিনজন গেটম্যান রয়েছেন। ঘটনার সময় গেটম্যান হেলাল উদ্দিন দায়িত্ব পালন করছিলেন। তবে কী কারণে গেটটি খোলা ছিল তা প্রাথমিকভাবে তিনি জানাতে পারেননি।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে আহতদের চিকিৎসার ব্যবস্থা করছি। পরে তদন্ত করে দেখা হবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে। এতে কেউ দোষী প্রামাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর