কাওরান বাজারে বস্তির আগুনের কারণ জানা যায়নি: ডিএমপি কমিশনার 

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

কাওরান বাজারে বস্তির আগুনের কারণ জানা যায়নি: ডিএমপি কমিশনার 

অনলাইন ডেস্ক

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর কাওরান বাজারের মোল্লা বস্তির অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আগুনের ঘটনা পরিকল্পিত কিংবা নাশতাকতা কিনা জানা যাবে তদন্তের পর। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ঘটনাস্থলে গিয়ে তিনি এ কথা বলেন।  

সাংবাদিকদের ডিএমপি কমিশনার বলেন, বস্তি থেকে বের হওয়ার রাস্তা সংকীর্ণ হওয়ায় বেশ কয়েকজন আহত হন।

 

তিনি বলেন, আগুনে পুড়ে যাওয়া দুই জনের পরিচয় শনাক্ত হয়নি। মারা গেছে দুজন। ফরেনসিক রিপোর্টের পর তাদের বিষয়ে আরও তথ্য জানা যাবে।  

পুলিশ কমিশনার বলেন, বস্তিটি একজনের মালিকানাধীন, তিনি ঘর করেই এখানে ভাড়া দিতেন।

মালিক ও বস্তিবাসীর সঙ্গে কথা হয়েছে। আগুনের ঘটনা নাশকতা নাকি সট সার্কিট থেকে সূত্রপাত সেই বিষয়টিও ক্ষতিয়ে দেখছে পুলিশ।

news24bd.tv/আইএএম