আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ নানা দাবিতে মাঠে নামছে বিএনপি। প্রথম দিনে ৯টি জেলায় সমাবেশ কর্মসূচি পালন করা হবে। গত সোমবার (১০ ফেব্রুয়ারি) বিএনপি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলায় দেশের ৬৪ জেলায় ১২ থেকে ২৫ ফেব্রুয়ারি আট দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। আজ প্রথমদিন বুধবার (১২ ফেব্রুয়ারি) লালমনিরহাটে সমাবেশে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিরাজগঞ্জে নজরুল ইসলাম খান, ফেনীতে সালাহউদ্দিন আহমদ, খুলনায় হাফিজ উদ্দিন আহমেদ, ব্রাক্ষণবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, রাজবাড়ীতে আসাদুজ্জামান রিপন, পটুয়াখালীতে...
আজ থেকে শুরু হচ্ছে বিএনপির দেশব্যাপী কর্মসূচি
অনলাইন ডেস্ক
![আজ থেকে শুরু হচ্ছে বিএনপির দেশব্যাপী কর্মসূচি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739331464-2f1260d0365e4b9f93f3493b3444d38d.jpg?w=1920&q=100)
হাসিনার কাঁধের ভূত এখনও কারো কারো কাঁধে ভর করেছে: মামুনুল হক
অনলাইন ডেস্ক
![হাসিনার কাঁধের ভূত এখনও কারো কারো কাঁধে ভর করেছে: মামুনুল হক](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739289589-35b8b899d22c3ea5f0716a2b59de75d4.jpg?w=1920&q=100)
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, তৌহিদী জনতাকে কটাক্ষ করে বিভাজনের রেখা টানবেন না। তিনি শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে এক বিশাল গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার কাঁধে যে ভূত সওয়ার হয়েছিল সেই ভূত এখন বাংলাদেশের কারো কারো কাঁধে ভর করেছে। যারা তাওহীদি জনতাকে কটাক্ষ করে বিভাজনের রেখা টানতে চায়, তাদের জানা উচিত বাংলাদেশের স্বাধীনতা আর ইসলাম এক সূত্রে গাথা। ইসলাম আক্রান্ত হলে স্বাধীনতা বিপন্ন হবে। তিনি বলেন, বাংলাদেশ কারো কৃপায় অর্জিত হয়নি। এই বাংলাদেশ কোনো বিশেষ শ্রেণির আন্দোলনের ফসল নয়। এই বাংলাদেশ আপামর জনতার দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল। তিনি বলেন, আমরা ১৯০ বছর সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছি। বিশ...
সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
![সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন: মির্জা আব্বাস](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739289046-cc823e1d49deefa5c0d6471cd72b8c63.jpg?w=1920&q=100)
ডেভিল হান্ট অপারেশন পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারকে বন-জঙ্গলে না গিয়ে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সরকারি সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে এবং এরা অন্তর্বর্তী সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর কমলাপুরে মুগদা থানা বিএনপি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব মন্তব্য করেন। বিএনপির নির্বাচনের দাবির সমালোচনার জবাবে তিনি বলেন, বিএনপি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই দেড় যুগ ধরে আন্দোলন করেছে, কর্মীরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। এটা নতুন দাবি নয়। সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে মির্জা আব্বাস আরও বলেন, আমরা আন্দোলন করেছি সংসদ...
বুধবার থেকে বিএনপির দেশব্যাপী সমাবেশ
অনলাইন ডেস্ক
![বুধবার থেকে বিএনপির দেশব্যাপী সমাবেশ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739288509-834bfb34c430873bcbe148e423881315.jpg?w=1920&q=100)
শুরু হবে আগামীকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে দেশব্যাপী সমাবেশ করবে বিএনপি। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। দলটির পক্ষ থেকে আজ এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, খুলনায় দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, লালমনিরহাটে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিরাজগঞ্জে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ব্রাহ্মণবাড়িয়ায় দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুনামগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, পটুয়াখালীতে চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেল আলাল সামবেশে যোগ দেবেন। আরও বলা হয়েছে, বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক ও সহসাংগঠনিক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর