পরীক্ষা দেওয়া হলো না তাদের

প্রতীকী ছবি

পরীক্ষা দেওয়া হলো না তাদের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হয়েও পরীক্ষার আসনে বসা হলো না দুই খুদে শিক্ষার্থীর।   ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা ডুবে দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃতরা হল-নাদিরা আক্তার (১৪)  ও শান্তা (১৪)। এছাড়া আহত হয়েছে আরও পাঁচজন।

 

এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে পুলিশের হিসেবে কেউ নিখোঁজ নেই।

বুধবার সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় নবীনগর-আশুগঞ্জ সীমান্তের বীরগাঁও এলাকায় তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে। এর আগে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পুলিশ ২ শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

 

আহতদের নাম জানা যায়নি। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, বীরগাঁও এলাকা থেকে জেএসসি পরীক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা কৃষ্ণনগর স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে যাচ্ছিলেন। কিন্তু মাঝ নদীতে যাওয়ার পর নৌকাটি পানিতে ডুবে যায়।   

নবীনগর থানার ওসি আসলাম সিকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছে, তবে কেউ নিখোঁজ নেই বলে দাবি করেছেন সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল ।

সম্পর্কিত খবর