বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের বিসিবি সভাপতি পাপন

নাজমুল হাসান পাপন। -ফাইল ছবি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের বিসিবি সভাপতি পাপন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন। আজ বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতি হিসেবে পাপনের নাম ঘোষণা করা হয়।

২৫ জন পরিচালকের ২৩ জনই আগের, তাই সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তিনিই নির্বাচিত হয়েছেন।  

এর আগে ২০১৩ থেকে ২০১৭ সালের ১৬ অক্টোবর পর্যন্ত বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হাসান পাপন।

উল্লেখ্য, ২০১২ সালে তৎকালীন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহ-সভাপতি মনোনীত হন। সেসময় সরকারের মনোনয়নে প্রথমবার মতো সভাপতির দায়িত্ব পান পাপন। একবছর পর বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সেসময় বিরোধীপক্ষ ছিল সাবের হোসেন চৌধুরীর প্যানেল।

ওই নির্বাচনের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে নির্বচন বয়কট করেন তারা। তাই সেবারও নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আর এবারও কোনও প্রার্থী না থাকায়  বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের নির্বাচিত হলেন তিনি।

সম্পর্কিত খবর