বেবী নাজনীনের মনোনয়নপত্র বৈধ

বেবী নাজনীন

বেবী নাজনীনের মনোনয়নপত্র বৈধ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপির প্রার্থী কণ্ঠশিল্পী বেবী নাজনীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি নীলফামারী-৪ আসনের (সৈয়দপুর-কিশোরগঞ্জ) মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রোববার দুপুরে রিটার্নিং অফিসার ও নীলফামারীর জেলা প্রশাসক নাজিয়া শিরিণ এ ঘোষণা দেন।  

তবে এ আসনে আরেক বিএনপি প্রার্থী ও সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার পদত্যাগ না করে মনোনয়নপত্র দাখিল করায় তার পত্রটি বাতিল করা হয়েছে।

এতে ওই আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক বেবী-ই থাকছেন বিএনপির প্রার্থী।  

সৈয়দপুর- কিশোরগঞ্জ এলাকার মানুষের জন্য কাজ করতে চাই উল্লেখ করে বেবী নাজনীন বলেন, সাংসদ হতে পারলে সংস্কৃতি ও উন্নয়নের মেলবন্ধন সৃষ্টি করব।

নীলফামারী-৪ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন; যাদের যাচাই-বাছাই চলছে।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর