দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন মামলার অনেক আসামি এখনো পলাতক, কেউ কেউ দেশ ছেড়ে গেছেন। দুদক চেষ্টা করবে সেসব আসামিকে যাতে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায়। আজ সোমবার বেলা ১১টায় মুন্সিগঞ্জের গজারিয়ায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে দুদকের সহকারী ও উপ সহকারী পরিচালকদের নিয়ে সরকারি ক্রয় নীতির উপর প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির একটি বড় উৎস হচ্ছে ক্রয়। আমরা যদি ক্রয় পদ্ধতি সম্পর্কে সচেতন থাকি, বাজারমূল্য সম্পর্কে সচেতন থাকি, আমরা যে জিনিসটা ক্রয় করছি সে জিনিসটা আমাদের দরকার কি না সেটা সম্পর্কে সচেতন থাকি তাহলে দুর্নীতি অনেকাংশে লাঘব করা সম্ভব হবে। অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সরকারি প্রোগ্রাম। এটি দুদক সম্পর্কিত...
'দুর্নীতি মামলার আসামিদের কাঠগড়ায় দাঁড় করানো হবে'
মুন্সিগঞ্জ প্রতিনধি
!['দুর্নীতি মামলার আসামিদের কাঠগড়ায় দাঁড় করানো হবে'](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739169305-417c056fca1cab5fc40abeb63557ce50.jpg?w=1920&q=100)
রাজশাহীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীকে ধরে পুলিশে সোপর্দ
অনলাইন ডেস্ক
![রাজশাহীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীকে ধরে পুলিশে সোপর্দ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739165957-ab835fdf8403e4c2c7c971fa1c14a933.jpg?w=1920&q=100)
রাজশাহী কলেজের শিক্ষার্থীদের হাতে ধরা পড়ে পুলিশের কাছে সোপর্দ হয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মী। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আতিকুর রহমান। তিনি রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং রাজশাহীর বাগমারা উপজেলার আবদুল খালেকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আতিকুর মুসলিম ছাত্রাবাসের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী তাকে চিনতে পেরে ধরে ছাত্রাবাসে নিয়ে যান। সেখানে তার মোবাইল ঘেঁটে দেখা যায়, তিনি এখনও ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে সংযুক্ত। এরপর তাকে মারধর করে বোয়ালিয়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, আতিকুর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী...
চট্টগ্রামে কলোনিতে ভয়াবহ আগুন, দুইজনের মৃত্যু
অনলাইন ডেস্ক
![চট্টগ্রামে কলোনিতে ভয়াবহ আগুন, দুইজনের মৃত্যু](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739165548-7686ab1c3a0d61325d9e669ecf6464f3.jpg?w=1920&q=100)
চট্টগ্রামের কোতোয়ালির বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে সওদাগর কলোনির একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, জাফর সওদাগর কলোনির পাঁচ কক্ষ বিশিষ্ট একটি কাঁচা বসতবাড়িতে আগুন লাগে। সেখান থেকে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে...
সরিষাবাড়ীতে শ্রমিক দল নেতা হত্যার আসামি আতশি বেগম গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
![সরিষাবাড়ীতে শ্রমিক দল নেতা হত্যার আসামি আতশি বেগম গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739157105-555fad9429ccba4076ab23a39f31e013.jpg?w=1920&q=100)
জামালপুরের সরিষাবাড়ীতে শ্রমিক দলের নেতা আব্দুল আজিজ ওরফে সোনা সরদার (৬০) হত্যা মামলায় অভিযুক্ত আতশি বেগম (৫৫)-কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের আনিছুর ও লিটন ডাক্তারের সঙ্গে একই গ্রামের আব্দুর রশিদ ও আব্দুস সালাম মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৭ ফেব্রুয়ারি বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষ থামাতে গেলে শ্রমিক নেতা আব্দুল আজিজ অভিযুক্ত রশিদ, সালাম, আতশি বেগমসহ তাদের লোকজনের হামলার শিকার হন। তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়, ফলে তিনি কোদালের ওপর পড়ে গিয়ে নাক ও কপালে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর