নীলফামারীতে দেরিতে ভাত দেওয়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রী দিনা আক্তারের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সদর উপজেলার রামনগর ইউনিয়নের হাতিবান্ধা এলাকার জুম্মাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে স্বামী মামুনকে ভাত দিতে দেরি করেন স্ত্রী দিনা। এর ক্ষোভে মামুন তার স্ত্রীকে থাপ্পড় মারে। পরে দিনা আক্তার মাটিতে পরে গেলে মামুন নিজেই স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থা বেগতিক দেখে আবার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে মামুন পলাতক। এদিকে দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দিনার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন শীত নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস ১৪ জানুয়ারি, ২০২৫ এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ...
দেরিতে ভাত দেওয়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যু
আব্দুর রশিদ শাহ, নীলফামারী:
ঠাকুরগাঁওয়ে ঘুষ লেনদেনের সময় আটক ১
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের এসিস্ট্যান্ট একাউন্টেন্ট ফারুক আহমেদকে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পৌরশহরের বাজারপাড়া এলাকার জেলখানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। দুদক জানায়, পাসপোর্টের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এক গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন ফারুক আহমেদ। প্রথম কিস্তিতে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের একটি বিশেষ টিম তাকে আটক করেন। ভুক্তভোগী ঘুষ চাওয়ার বিষয়টি দুদককে জানালে এই অভিযান পরিচালনা করে সংস্থাটি। দুদক কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক বলেন, নতুন কমিশনের প্রথম অভিযান এটি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি গোপন টিম সেই এলাকায় অবস্থান নেয়। অভিযোগ ছিল, ভুক্তভোগীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাকে পাসপোর্ট সমস্যা সমাধান...
বেক্সিমকোর ১৬ কারখানা খোলার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
অনলাইন ডেস্ক
গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৬টি কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় কয়েক লাখ শ্রমিকের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করেন তারা। ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বেকার হয়ে পড়েন ৪২ হাজার শ্রমিক। আন্দোলনকারী শ্রমিকরা জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়ার পর ১৬টি কারখানা খুলে দেওয়ার দাবিতে কয়েক দফায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। সর্বশেষ ২১ ডিসেম্বর সড়ক অবরোধ...
সীমান্তে ২ কেজি ১৮ গ্রাম স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত থেকে ২ কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ নুর হোসেন (৪৮) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। নুরের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬ বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, মুজিবনগরের সীমান্তে মাঠের মধ্যে দিয়ে স্বর্ণ চালান হবে, এমন খবরের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার ১০৪-এর সাব পিলার ৫-এর কাছে অবস্থান নেন মুজিবনগর সীমান্ত চৌকির (বিওপি) টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলামসহ বাহিনীর সদস্যরা। সন্দেহভাজন একজন বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করা হয়। ওই সময় পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তার পেছনে ধাওয়া...
সর্বশেষ
সর্বাধিক পঠিত