কুয়েতে শুয়োরের মাংস বিক্রি, দম্পতি গ্রেপ্তার

শুয়োরের মাংস বিক্রি

কুয়েতে শুয়োরের মাংস বিক্রি, দম্পতি গ্রেপ্তার

মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত

কুয়েতে শুয়োরের মাংস বিক্রির দায়ে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে আহমাদী গভর্নরের খাদ্য ও পুষ্টি পরিদর্শন বিভাগ।

স্থানীয় একটি ইংরেজি দৈনিকে ডেইলি আল রাই পত্রিকার বরাত দিয়ে এই খবর ছাপানো হয়।

ওই দম্পতি এশিয়া মহাদেশের হলেও কোন দেশের নাগরিক এই পরিচয় প্রকাশ করা হয়নি। তারা ক্রেতাদের অনুরোধের ভিত্তিতে বিভিন্ন রেস্টেুরেন্টে হোম ডেলিভারি দিয়ে থাকত বলে খবরে জানা যায়।

পুলিশ সন্দেহভাজনদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে ফাঁদ পেতে ২৫ কেজি শুয়োরের মাংস সহ তাদের হাতে নাতে গ্রেপ্তার করে। পরে ওই মাংস ধ্বংস করা হয়।

নিষিদ্ধ খাদ্য বিক্রির দায়ে ওই দম্পতিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের কাছে হস্তানন্তর করা হয়।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেন, যারা মানুষের খাদ্যের অনুপযুক্ত খাদ্য দ্রব্য বিক্রি করছে তাদের বিরোদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

 

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর