সরকারি কার্যক্রম পর্যবেক্ষণের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠন করে ছাত্র প্রতিনিধি রাখার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী। এতে বলা হয়েছে সরকারি কার্যক্রম পর্যবেক্ষণের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠন করে, এতে ছাত্র প্রতিনিধি রাখার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য যেমন সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে, তেমনিভাবে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকদের নিয়ে একটি করে জেলা নাগরিক কমিটি ও উপজেলা নাগরিক কমিটি গঠনের সুপারিশ করা হলো। আরও বলা হয়েছে, এই কমিটিতে ছাত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে ‘নাগরিক কমিটি’ গঠন করে ছাত্র প্রতিনিধি রাখার সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
![জেলা ও উপজেলা পর্যায়ে ‘নাগরিক কমিটি’ গঠন করে ছাত্র প্রতিনিধি রাখার সুপারিশ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738758501-23f1552e496419c2f5fe164dadf5f596.jpg?w=1920&q=100)
বিসিএস পরীক্ষা ১ বছরে শেষ করার প্রস্তাব সংস্কার কমিশনের
অনলাইন ডেস্ক
![বিসিএস পরীক্ষা ১ বছরে শেষ করার প্রস্তাব সংস্কার কমিশনের](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738757896-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
সরকারি নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করতে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা এক বছরের মধ্যে শেষ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশন বলছে, বর্তমান নিয়োগ প্রক্রিয়া অত্যধিক দীর্ঘ হওয়ায় নিয়োগ থেকে যোগদান পর্যন্ত সময় অনেক বেশি লাগে, যা কমিয়ে আনা প্রয়োজন। প্রস্তাবিত নতুন সময়সীমা অনুযায়ী, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষার বার্ষিক ক্যালেন্ডার নির্ধারণের কথা বলা হয়েছে। এতে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ, এপ্রিল মাসে প্রিলিমিনারি পরীক্ষা, জুনে মূল লিখিত পরীক্ষা, ডিসেম্বরে ফল প্রকাশ, এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে মৌখিক পরীক্ষা সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন এছাড়া, এপ্রিলের তৃতীয় সপ্তাহে চূড়ান্ত ফল ঘোষণা, মে মাসে...
বিভাগে থাকবে হাইকোর্ট, উপজেলায় ম্যাজিস্ট্রেট কোর্ট: সংস্কার কমিশনের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
![বিভাগে থাকবে হাইকোর্ট, উপজেলায় ম্যাজিস্ট্রেট কোর্ট: সংস্কার কমিশনের সুপারিশ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738757572-bd5855a1b48e1ef38e0ce29df0ae1fe4.jpg?w=1920&q=100)
সংস্কার কমিশনের একগুচ্ছ সংস্কার প্রস্তাবের মধ্যে বিচার বিভাগকে স্বাধীন করতে রয়েছে বেশ কিছু সুপারিশ। সেখানে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও কার্যকর করতে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট এবং উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপনের সুপারিশ করেছে বিচার বিভাগীয় সংস্কার কমিশন। বুধবার বিকেলে কমিশনের প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বে বিচার বিভাগ সংস্কারের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়। একই সময়ে জনপ্রশাসন সংস্কার প্রতিবেদনও হস্তাহন্ত করা হয়। পরে এ নিয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব বলেন, আগের সরকারগুলো বারবার বলেছে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন। কিন্তু কার্যত বিচার বিভাগ কখনোই স্বাধীন ছিল না।...
আখিরাতের কথা চিন্তা করেও বিচার করতে হবে: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
![আখিরাতের কথা চিন্তা করেও বিচার করতে হবে: আইন উপদেষ্টা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738756876-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারলে রাষ্ট্র সমাজ ও সভ্যতা বলতে কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ন্যায় বিচার যেমন দেশের মানুষের প্রত্যাশা, তেমনি আখিরাতের কথাও চিন্তা করে বিচার করতে হবে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সুপ্রিম কোর্ট মাজার মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ১১০ কোটি টাকা ব্যয়ে এ আধুনিক মসজিদ নির্মিত হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মাজার মসজিদে ২ হাজার ৩৪০ জন পুরুষ ও ২৩০ জন নারী নামাজ আদায় করতে পারবেন। মাদ্রাসা, লাইব্রেরি, লঙ্গরখানা, লাশ ধোয়ার ব্যবস্থাসহ ২টি বেজমেন্টে ১৪০টি গাড়ি পার্কিং ও ড্রাইভার ওয়েটিং রুম, দুটি লিফট ও দুটি এসকেলেটরের ব্যবস্থা থাকবে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর