রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় ফায়ার সার্ভিসকর্মী শোয়ানুর জামান নয়নের নিহত ঘটনার বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, বিচার অবশ্যই হবে। আমার একটা কর্মী মারা গেল, এটা আমার ব্যর্থতা না? এটার জন্য আমি শোকাহত না? আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে (বঙ্গবাজারের অপজিটে) নয়নের জানাজা সম্পন্ন হয়। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমি বলব এটা ব্যর্থতা। ট্রাক ওই সময় ওখানে চলাচল করার কথা ছিল না। আমরা ট্রাক চালককে ধরেছি এবং তাকে আইনের আওতায় আনব। জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, এই যে ছেলেটা চলে গেল, সবচেয়ে বেশি বেশি কষ্ট পাচ্ছে ওর...
‘আমার একটা কর্মী মারা গেল, এটা আমার ব্যর্থতা না?’
নিজস্ব প্রতিবেদক
আগামী নির্বাচনে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হবে না: বদিউল আলম
রাজশাহী প্রতিনিধি
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী নির্বাচনে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হবে না। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বদিউল আলম বলেন, বিগত সময়ে যারা নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। তাদের শাস্তির বিষয়ে কমিশন প্রস্তাব করবে। নির্বাসনে চলে যাওয়া নির্বাচন ব্যবস্থা সংস্কার করে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হবে। এছাড়া ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলেও জানান তিনি। এর আগে, সকাল ১০টা থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।...
সমতা বাস্তবায়নের দাবিতে বিসিএস তথ্য ক্যাডারদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
ক্যাডার যার, মন্ত্রণালয় তার এবং ডিএস পুলের কোটা বাতিলসহ সকল ক্যাডারের সমতা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বিসিএস তথ্য ক্যাডাররা। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ বেতারের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বিসিএস তথ্য-সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি ও বিসিএস তথ্য প্রকৌশল বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষে এ মানববন্ধন করছেন বলে জানান আয়োজকরা। পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দেয় বিসিএস সমবায় ক্যাডার ও বিসিএস পরিসংখ্যান ক্যাডাররা। এসময় তারা উপসচিব পদে প্রশাসনের জন্য আলাদা কোনো কোটা না রাখার দাবিও তোলেন। এছাড়াও জনপ্রশাসন সংস্কার কমিশন ঘোষিত প্রশাসনের জন্য ৫০ শতাংশ কোটা বাতিল করার দাবি তুলে তারা বলেন, সমতার ভিত্তিতে যোগ্যতা সাপেক্ষে পদায়ন নিশ্চিত করতে হবে। প্রশাসন ক্যাডারদের তোলা...
সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব জমা দেয়ার সময়সীমা ফের বাড়লো
নিজস্ব প্রতিবেদক
সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব জমা দেয়ার সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। নতুন সরকার গঠিত হওয়ার পর সরকারি ১৫ লাখ কর্মচারীকে সম্পদের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতায় নিয়ে আসা হয়। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার সময় ছিল। পরে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। news24bd.tv/FA
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর