সিলেটকে ১৩৭ রানের টার্গেট ঢাকার

সিলেটকে ১৩৭ রানের টার্গেট ঢাকার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিপিএলের ৫ম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে নতুন ও স্বাগতিক দল সিলেট সিক্সার্স ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ঢাকা ডায়নামাইটস তুলেছে ১৩৬ রান।

আসরের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের দলপতি নাসির হোসেন।

ঢাকার হয়ে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন কুমার সাঙ্গাকারা, ২৮ বলে ৩২।

আর অধিনায়ক সাকিব আল হাসান করেন ২১ বলে ২৩ রান।

একই দিনে মুখোমুখি হবে গতবারের রানার্সআপ রাজশাহী কিংস ও বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। তাদের লড়াই শুরু হবে সন্ধ্যা ৭টায়।

এদিকে, প্রথমবারের মতো বিপিএল সিলেটে আয়োজন করায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে অন্যরকম এক আবহ বিরাজ করছে।

গত কয়েকদিন টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি চলেছে। যারা এই সোনার হরিণ নামক টিকিট পেয়েছেন, তারা ছুটছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দিকে।

শনিবার সকাল থেকেই দর্শকদের ঢল নেমেছে স্টেডিয়াম অভিমুখে। দুপুর পর্যন্ত স্টেডিয়ামের গ্যালারিতে বিপুল সংখ্যক দর্শক অবস্থান করছেন।

সম্পর্কিত খবর