সিলেটে পাহাড়ধসে নিহত ৫

ম্যাপ

সিলেটে পাহাড়ধসে নিহত ৫

সিলেট ব্যুরো

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথরকোয়ারিতে আজ মঙ্গলবার সকালে টিলাধসে পাঁচ কিশোর নিহত হয়েছেন। স্থানীয় একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিলে পকেট খরচের টাকা জোগাড় করার জন্য পাথর তুলতে গিয়েছিলেন ওই কিশোররা।

এ ছাড়া তাদের উদ্ধার করতে গিয়ে নিখোঁজ রয়েছেন বাংলাটিলা এলাকার সুন্দর আলী (৪০)। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

নিহতরা হলেন- হারিছ চৌধুরী একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্র আবদুল কাদির (১৩) ও শাকিল আহমেদ (১৩); মাদ্রাসাছাত্র আবদুল মছাব্বিরের ছেলে মারুফ আহমেদ (১৪) ও আলমাস উদ্দিনের ছেলে নাহিদ আহমদ (১৬) এবং ইউনুস মিয়ার ছেলে শ্রমিক জাকির আহমেদ (১৭)। তাদের সবার বাড়ি একই উপজেলার কান্দলা কুনাপাড়া এলাকায়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ওই এলাকার ডাউকেরগুল মাদ্রাসার বার্ষিক জলসার (ওয়াজ মাহফিল) টাকা সংগ্রহের জন্য ওই কিশোররা পাথর কুড়াতে গেলে টিলার একটি অংশ তাদের ওপর ধসে পড়ে।

এ ঘটনায় পাঁচ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন।  

স্থানীয়রা বলছেন, বাংলা টিলার ওই দুর্গম এলাকায় কয়েক দিন ধরে গর্ত করে পাথর উত্তোলন চলছিল। সেখানে অবৈধভাবে অনেকেই পাথর তোলেন। সকাল সাড়ে আটটার দিকে সেখানে একটি গর্তে ধস নামে। এতে শিশুসহ কয়েকজন চাপা পড়ে।

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর