'আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করাই সরকারের কাজ'

ফাইল ছবি

'আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করাই সরকারের কাজ'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে সময়োপযোগী আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করাই হবে সরকারের কাজ।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে কেন্দ্রীয়ভাবে এ উৎসবের উদ্বোধন করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নাহিদ বলেন, সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে আমাদের ছেলে-মেয়রা, শিক্ষার্থীরা। আমাদের কর্তব্য হচ্ছে তাদের উপযুক্ত করে গড়ে তোলা।

শিক্ষামন্ত্রী বলেন, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছে। দেশকে এগিয়ে নিতে সময়োপযোগী আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করাই হবে সরকারের কাজ।

এর আগে ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর