কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ অব্যাহত

খুড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা

কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ অব্যাহত

হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সন্ধ্যার পর থেকে শীতের প্রকোপ বাড়তে থাকে। সকাল আটটা পর্যন্ত শীতের তীব্রতা বেশি থাকে। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় নারী, শিশু ও বৃদ্ধরা শীতে কাবু হয়ে পড়েছে।

শীত নিবারণের জন্য অনেকেই খুড়কুটো জ্বালিয়ে বসে থাকছে।

এ বছর সরকারি উদ্যোগে প্রায় ৪২ হাজার কম্বল বিতরণ করার কথা থাকলেও অনেক এলাকায় এখনও শুরু হয়নি। অত্যধিক ঠান্ডার কারণে বোরো বীজতলা ও আলু ক্ষেতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মোফাকখারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

পুরো জানুয়ারি মাসে তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি পর্যন্ত অবস্থান করবে বলে তিনি জানান।

(নিউজ টোয়েন্টিফোর/সূর্য্য/তৌহিদ)

সম্পর্কিত খবর