মালয়ালম সিনেমা এল টু: এমপুরান। ২০১৯ সালে মুক্তি পাওয়া মোহনলালের লুসিফার সিনেমার এই সিকুয়েল হলে এসেছে গত ২৭ মার্চ। মুক্তির পরই ঝড় তুলেছে এমপুরান। পৃথ্বিরাজ সুকুমারন পরিচালিত এই সিনেমা বক্স অফিসে দ্রুততম সময়ে পার করেছে ১০০ কোটি রুপির মাইলফলক। তবে এমপুরানের এই সাফল্যের পালে লেগেছে রাজনৈতিক বিতর্কের ধাক্কা। বিজেপি ও আরএসএস নেতাদের আপত্তিতে মুক্তির পরও আবার সিনেমাটিকে তোলা হয়েছে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের কাঠগড়ায়। নতুন করে ১৭টি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেটা না করলে আগামী সপ্তাহ থেকে বন্ধ হয়ে যেতে পারে এমপুরানের প্রদর্শনী। জানা গেছে, ২০০২ সালে ভারতের গুজরাটে ঘটে যাওয়া এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা, যেটি গুজরাত রায়ট নামে পরিচিত, সেই ঘটনার কিছু অংশ উঠে এসেছে এমপুরান সিনেমায়। আর এতেই খেপেছেন বিজেপি ও আরএসএসের নেতারা।...
নেতাদের আপত্তিতে বাদ গেল সিনেমার ১৭টি দৃশ্য
অনলাইন ডেস্ক

অভিনয় নয়, শিল্পার কোটি কোটি টাকা আসে যে কাজ করে
অনলাইন ডেস্ক

বলিউডের তারকাদের অভিনয়ই একমাত্র আয়ের উৎস নয়। প্রায় সকলেই কোনও না কোনও ব্যবসার সঙ্গে যুক্ত। সিনেমা প্রযোজনা ছাড়াও কেউ খোলেন রেস্তোরাঁ, কেউ পোশাক বা প্রসাধনী সংস্থা। এবার শিল্পা শেঠি জানালেন যে উপায়ে বড়লোক হয়েছেন তিনি। প্রায় আট বছর আগের কথা। শিল্পাকে ডাকা হয়েছিল একটি প্রসাধনী সংস্থার বিপণন-মুখ হিসাবে কাজ করার জন্য। কিন্তু এমনই দুর্ভাগ্য, অভিনেত্রীর পারিশ্রমিক দেওয়ার মতো ক্ষমতাও ছিল না ওই ত্বক পরিচর্যা পণ্য উৎপাদনকারী সংস্থার। মূলত শিশুদের জন্যই নানা পণ্য তৈরি করত মাত্র ৩৫ কোটির সংস্থাটি। শিল্পা এক সাক্ষাৎকারে বলেন, ওরা আমার কাছে এসেছিলেন। আমার ভালো লেগেছিল। কিন্তু একজন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর নিয়োগ করার মতো সামর্থ্য ওই সংস্থার ছিল না। তখন আমিই ওদের প্রস্তাব দিই অংশীদার হওয়ার। শিল্পার দাবি, বিনিয়োগ করেই তিনি বিত্তবান হয়ে উঠেছেন। গত আট...
সাবেক প্রেমিক -স্বামী দীপিকার কাছে দুজনই সমান
অনলাইন ডেস্ক

বলিউডের রণবীর কাপুর ও রণবীর সিং- দুইজনের নামের সঙ্গেও যেমন রয়েছে মিল, তাদের সঙ্গে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের দারুণ রসায়ন রয়েছে। দীপিকার বাস্তব জীবনে এক রণবীর সিং তার স্বামী, অন্যজন অর্থাৎ রণবীর কাপুর তার প্রাক্তন। বলা যায়, এই দুই প্রভাবশালী অভিনেতাকে কাজের সুত্রে তাদের খুব কাছ থেকে দেখেছেন দীপিকা। তাই তো দুইজনকে প্রায় সমান প্রাধান্যই দেন অভিনেত্রী। এক পুরোনো সাক্ষাৎকারের ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল, তার কাছে সেরা অভিনেতা কে। তার ব্যাখ্যাও দেন দীপিকা। খানিকটা ভেবে উত্তর দেন, এটা এমন একটা প্রশ্ন, যেন তুমি মাকে বেশি ভালবাসো না বাবাকে! বুঝতেই পারছো। এরপর দীপিকা তার কথার ব্যাখ্যা করে বলেন, আমরা সবসময় তুলনা করতে থাকি ছবি, অভিনেতা, সহ-অভিনেতা- তুলনার যেন কোনো শেষ নেই। রণবীর কাপুর, রণবীর সিং, দুইজনের ব্যক্তিত্ব আলাদা, তাদের কাজের...
‘ওর গালে শুধু ছোঁয়া লেগেছিল, আমাকে ফাঁসানো হয়েছে’
অনলাইন ডেস্ক

গত বছর টালিউডের একাধিক ব্যক্তির নামে যৌন হেনস্তার বেশ কিছু অভিযোগ ওঠে। আর তাদেরই অন্যতম হলেন ওপার বাংলার অভিনেতা অরিন্দম শীল। সম্প্রতি একটি চ্যানেলে উপস্থিত হন অরিন্দম। সেখান জানান, তার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার সব অভিযোগ মিথ্যে। তিনি এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাননি বলে দাবি করলেন। শুধু তাই নয়, অভিনেতা এদিন স্পষ্ট জানিয়েও দেন ইন্ডাস্ট্রিতে কেউ কারও বন্ধু হয় না। তিনি বলেন, একটা শুটিং ফ্লোরের মধ্যে এমন ঘটনা কীভাবে ঘটতে পারে? আমি যেহেতু অভিনেতা, সেই কারণে অনেক দৃশ্য অভিনয় করে দেখাই। এই ঘটনাটা যখন ঘটল, তখন শ্যুটিং ফ্লোরে সব টেকনিশিয়ানরাই উপস্থিত ছিলেন। তার কথায়, আমার ওপর অনেকের রাগ আছে। তারা সবাই মিলেই আমাকে ফাঁসিয়েছে, যেখানে আমার তথাকথিত সহকর্মী-বন্ধুরা জড়িত। উল্লেখ্য, অরিন্দমের নামে যৌন হেনস্তার অভিযোগ আসতেই তাকে পরিচালক প্যানলে থেকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর