কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোর মৃত্যু হয়। রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া। নিহত ওই কিশোরের নাম শফিউল্লাহ (১৮)। তিনি ব্রাহ্মণপাড়া সদরের রশিদ মার্কেট এলাকার ডাব বিক্রেতা মোহাম্মদ এরশাদের ছেলে। জানা গেছে, গতকাল বিকেলে উপজেলা সদরের দক্ষিণ ব্রাহ্মণপাড়া খানকা শরীফ সংলগ্ন এলাকায় শফিউল্লাহকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা জানান, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এরশাদ মিয়ার ছোট ছেলে সানাউল্লাহর সাথে একই এলাকার জহিরুল ইসলামের ছেলে হৃদয়ের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে হৃদয় সানাউল্লাহকে চড়-থাপ্পড় মারেন। সানাউল্লাহর বড় ভাই সফিউল্লাহ কয়েকজন লোক নিয়ে...
ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু
অনলাইন ডেস্ক
বিকল জাহাজের যাত্রীরা নিরাপদে পৌঁছেছেন কক্সবাজার
নিজস্ব প্রতিবেদক
সেন্টমার্টিন থেকে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলীয় সাগরে পর্যটকবাহী জাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি এবং স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতায় ৫৯ জন যাত্রী নিরাপদে কক্সবাজারে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দুটি বাসে করে তাদের কক্সবাজার পৌঁছানো হয়। জানা গেছে, জাহাজটি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পিনিচভাঙ্গা নামক উপকূলে এসে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে জেনারেটর বিকল হয়ে পড়ে। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। জাহাজটির কক্সবাজারের ব্যবস্থাপক মোহাম্মদ সুলতান জানান, সেন্টমার্টিন থেকে যাত্রা শুরুর পর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় জাহাজটি পৌঁছালে এই সমস্যার সৃষ্টি হয়। কক্সবাজার পৌঁছাতে আরও চার থেকে পাঁচ ঘণ্টা প্রয়োজন...
১৮ বছর পর মালয়েশিয়া থেকে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলেন তিন সন্তান!
নিজস্ব প্রতিবেদক
ডলারের বয়স তখন মাত্র ১০ বছর। বোন ডলির বয়স ৬ আর ছোট ভাই হানিফের এক মাস মাত্র। চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের রবিউল করিম সংসারের অভাব মেটাতে কাজের খোঁজে গিয়েছিলেন মালয়েশিয়ায়। তিনি দুঃস্বপ্নেও ভাবেননি যে স্বপ্নের খোঁজে, স্বাচ্ছন্দ্যের আশায় তিনি মালয়েশিয়ায় পাড়ি দিচ্ছেন, সেই স্বপ্নই তার ছোট্ট পরিবারকে ১৮ বছরের জন্য দ্বিখণ্ডিত করে দেবে। ভিজিট ভিসায় মালয়েশিয়া পৌঁছে দেখেন, তিনি শিকার হয়েছেন দালালের প্রতারণার। এরপরে ভুগেছেন ভিসা ও পাসপোর্ট নিয়ে নানা জটিলতায়। এর মধ্যে আর দেশে ফিরে আসতে পারেননি। পরে তো পাসপোর্টই হারিয়ে ফেলেন। বারবার দেশে ফেরার চেষ্টা করে ব্যর্থ রবিউল আটকে যান প্রবাসেই। এদিকে, বাবাকে না দেখে বেড়ে ওঠা তিন সন্তানের মনে সারাক্ষণ ঘুরতো একটাই প্রশ্নবাবা কি সত্যিই আর ফিরে আসবে? এরপরে পার হয়ে গেছে আঠারোটি বছর। বাবাকে দেশে ফিরিয়ে আনতে বড় ছেলে...
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ৭১ যাত্রী নিয়ে জাহাজ বিকল
নিজস্ব প্রতিবেদক
সেন্টমার্টিন থেকে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলীয় সাগরে পর্যটকবাহী জাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি এবং স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া উপকূলীয় সাগরে ঘটনাটি ঘটে বলে জানান ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আবুল কালাম। তিনি জানান, জাহাজটিতে অন্তত ৭১ জন পর্যটক ছিলেন। জাহাজটির পরিচালনাকারীদের বরাতে তিনি বলেন, সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে এমভি গ্রিন লাইন জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দুপুরের আগে সেন্টমার্টিন পৌঁছানোর পর বিকেল ৪টার দিকে ৭১ জন যাত্রী নিয়ে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর