আইসিটি খাতে কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি আছে: সালমান এফ রাহমান

আইসিটি খাতে কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি আছে: সালমান এফ রাহমান

আইসিটি খাতে কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি আছে: সালমান এফ রাহমান

অনলাইন ডেস্ক

দেশের তথ্য প্রযুক্তি খাতে কর অবকাশ সুবিধা এ বছরও বলবৎ থাকার ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।  

তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপে আলাপকালে প্রথমে তিনি আর কত কর অবকাশ সুবিধা নিয়ে নেতিবাচক অবস্থান ব্যক্ত করেন। তবে পরে সংগঠনগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে বিভিন্ন মেয়াদে ধারাবাহিক ভাবে কর আরোপের ইতিবাচক অবস্থানের প্রস্তাব বিবেচনার কথা বলেছেন।

উপদেষ্টা বলেছেন, আইসিটি খাতে কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি আছে।

তবে এবার বাজেটে জানিয়ে দেয়া হবে কতদিন পর্যন্ত কর অব্যাহতি থাকতে পারে।

এছাড়াও কেবল কর অবকাশ সুবিধা নয়, পলিসি সুবিধা নিয়ে বিগ ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো সর্বশেষ প্রযুক্তির সম্ভাবনাময় খাতে মনোযোগী হতে এই খাতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার বেসিস নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালমান এফ রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসিসের কমিটিতে ৩ ভাগের অন্তত ১ভাগ নারী উদ্যোক্তা থাকা উচিত বলে মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

এছাড়াও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী ৩০জুন আইসিটি খাতে কর্পোরেট ট্যাক্স হলিডের মেয়াদ শেষ হতে যাচ্ছে। যদি ২০৩০ সাল পর্যন্ত যদি এই কর অব্যাহতির মেয়াদ বাড়ানো যায়, তাহলে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় করা সম্ভব সফটওয়্যার খাত থেকে।

news24bd.tv/aa