কাশিমপুর কারাগারে পাকিস্তানি কয়েদির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত

কাশিমপুর কারাগারে পাকিস্তানি কয়েদির মৃত্যু

অনলাইন ডেস্ক

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন দণ্ড পাওয়া এক পাকিস্তানি কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) বিকাল ৪টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে পাকিস্তানি কয়েদিকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহতের নাম আলেফজান (৬২)। তার বাবার নাম জহিরদ্দিন।

তিনি মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ আইনের ১৯(খ) ও ১৯(এ) ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি।

কাশিমপুর কারাগার-২ এর  সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বুকে ব্যথা শুরু হলে তাকে হাসাপাতালে নিয়ে যাই। সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, কয়েদির বুকে ব্যথার কারণে কারা হাসপাতালের সহকারী সার্জন কর্তৃক স্বাক্ষরিত ও সিভিল সার্জন কর্তৃক প্রতিস্বাক্ষরিত আদেশে জরুরিভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য কারারক্ষীদের প্রহরাধীনে হ্যান্ডকাপসহ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল গাজীপুরে পাঠানো হয়। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৫টায় মৃত ঘোষণা করেন।

news24bd.tv/DHL