ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত অন্তত ৯

সংগৃহীত ছবি

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত অন্তত ৯

অনলাইন ডেস্ক

পশ্চিম ভারতের মহারাষ্ট্রের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছে। শুক্রবার (২৪ মে) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

বৃহস্পতিবার ওই কারখানার বয়লারে বিস্ফোরণের ফলে আগুন লেগেছে। কারখানার পাশে অন্যান্য কারখানা ও বাড়িতেও এই আগুন ছড়িয়ে যায়।

মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার প্রশাসনিক কর্মকর্তা শচীন সেজাল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উদ্ধারকারীরা আগুন নিভিয়ে ফেলেছেন, কিন্তু ধ্বংসাবশেষে আরো মৃতদেহ পাওয়া যেতে পারে বলে তারা ধারণা করছেন। কী কারণে এই বিস্ফোরণ হয়েছে তা তদন্ত করা হচ্ছে।

ভারতের জাতীয় দুর্যোগ প্রতিরোধ বাহিনী জানিয়েছে, কারখানাটিতে খাবারের রং তৈরি করা হতো এবং অত্যন্ত সংবেদনশীল রাসায়নিক ব্যবহার করা হতো, যা বিস্ফোরণ ঘটাতে পারে।

দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও আইন প্রণয়ন শিথিলের কারণে ভারতে আগুন লাগা একটি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

news24bd.tv/DHL