শ্রমিকদের বিক্ষোভ, কালশীর রাস্তায় যানচলাচল বন্ধ

ছবি সংগৃহীত

শ্রমিকদের বিক্ষোভ, কালশীর রাস্তায় যানচলাচল বন্ধ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে আজ তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তারা মিরপুরের কালশী সড়কে অবস্থান নেন। এতে ওই রোডে যানচলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকে ২২ তলা পোশাক শ্রমিকরা রাস্তায় অবস্থান নেন।

তাদের অবস্থানের কারণে বর্তমানে সড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, তাদের সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। শ্রমিকরা রাস্তার একপাশে অবস্থান করলেও আরেকপাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সমস্যা সমাধানে পুলিশ মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

এর আগে গেল দু’দিন ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে এয়ারপোর্ট, উত্তরা, টঙ্গী, গাজীপুর সড়কে অবস্থান নেন তারা। অবরোধের ফলে উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর