লভ্যাংশের প্রথম ৫০ হাজারের উৎসে কর মওকুফের আহ্বান

ডিএসই চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু- ফাইল ছবি

লভ্যাংশের প্রথম ৫০ হাজারের উৎসে কর মওকুফের আহ্বান

পুঁজিবাজারের বিনিয়োগকারীদের লভ্যাংশের প্রথম ৫০ হাজার টাকার ওপর উৎসে কর মওকুফের আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

মঙ্গলবার ঢাকা ক্লাবে আয়োজিত প্রাক বাজেট সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এসময় মূলধনী মুনাফা বা ক্যাপিটাল গেইনের ওপর করারোপ না করার আহ্বান জানানো হয়।

ডিএসই চেয়ারম্যান মনে করেন, শেয়ার লেনদেনের ওপর ব্রোকারেজ হাউজগুলোর উৎসে কর দশমিক ০৫ শতাংশ থেকে কমিয়ে দশমিক ০২ শতাংশ করা প্রয়োজন।

তিনি বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করহারের ব্যবধান ১০ থেকে সাড়ে ১২ শতাংশ করতে হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক