'এক মাসের মধ্যে শ্রমিকদের আর সমস্যা থাকবে না'

'এক মাসের মধ্যে শ্রমিকদের আর সমস্যা থাকবে না'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নতুন বেতন কাঠামোর অসঙ্গতি দূর করতে যে কমিটি গঠন করা হয়েছে, তাদের প্রতিবেদন পাওয়ার পর পোশাক খাতের শ্রমিকদের এক মাসের মধ্যে আর সমস্যা থাকবে না।

প্রতিবেদকটি হতে এক মাস সময় লাগবে।  আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নূন্যতম মজুরি কাঠামো বাড়ানো ও বাস্তবায়নের দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীসহ বেশকিছু এলাকায় পোশাক খাতের শ্রমিকরা বিক্ষোভ-অবরোধ করছে।

আজও তা অব্যাহত আছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন বেতন কাঠামোর কারণে কোনও শ্রমিকের যদি বেতন কমে যায় তাহলে তা আগামী মাসের বেতনের সঙ্গে সমন্বয় করে পরিশোধ করা হবে।

নতুন বেতন কাঠামোর অসঙ্গতি দূর করতে শ্রমিক পক্ষের ৫ জন, মালিক পক্ষের ৫ জনসহ শ্রম এবং বাণিজ্য সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কাজ করবে। তিনি গার্মেন্ট শ্রমিকদের কাজে মনোযোগ দেয়ার আহ্বানও জানিয়েছেন।

টিপু মুনশি বলেন, যে কোনও বিষয় নতুন চালু হলে তা বাস্তবায়ন করতে একটু আধটু সময় লাগে। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হয়ে গেলে এ সমস্যা দূর হয়ে যাবে। এই ধরনের আন্দোলনে অনেক সময় বাইরের লোক ঢুকে যায়। সে বিষয়টি সরকার কঠোরভাবে মনিটর করছে।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর