ভিসা জটিলতা এবং নিরাপত্তাহীনতায় এমপি আনারের মেয়ে 

ভিসা জটিলতা এবং নিরাপত্তাহীনতায় এমপি আনারের মেয়ে 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের দেহাংশ সনাক্ত করতে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ভাই আবেদ আলীর কলকাতায় যাওয়া নিয়ে তৈরি হয়েছে ভিসা জটিলতা।

বুধবার (২৯ মে) রাত ১১টার দিকে এমপিকন্যার মোবাইলে ডিবি পুলিশের পক্ষ থেকে ফোন করা হয়। তবে কলকাতার নিরাপত্তার বিষয়টি নিয়েও তারা চিন্তিত বলে জানা গেছে।

এমপির ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ বলেন, গত মঙ্গলবার কলকাতার নিউটাউনের সঞ্জীভা গার্ডেনের ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে এমপি মহোদয়ের দেহের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে।

দেহাংশ নিশ্চিত করতে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ভাই আবেদ আলীকে কলকাতায় ডেকেছিল ডিবি পুলিশের প্রধান হারুন অর রশিদ। কিন্তু হারুন অর রশিদ বাংলাদেশে চলে আসার কারণে কলকাতায় তাদের যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলা হয়নি।

এদিকে নিরাপত্তার বিষয়ে এমপিকন্যা ডরিন বলেন ভারতীয় ভিসা এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং কলকাতা থেকে কেউ আমাদের কিছুই বলেননি। আর সেখানে আমাদের নিরাপত্তা দিবে কারা।

সবদিক বিবেচনা করে শুক্রবার ঢাকাতে যেতে পারি। সেখান থেকে যে পরামর্শ দিবে সেই পরামর্শ অনুয়ায়ী কাজ করবো।

news24bd.tv/SC