মাদক-সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষায় এক্স ক্যাডেটদের প্রীতি ফুটবল ম্যাচ

মাদক-সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষায় এক্স ক্যাডেটদের প্রীতি ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক

মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষ্যে কবি নজরুল সরকারি কলেজ এক্স ক্যাডেট এসোসিয়েশন বনাম সোহরাওয়ার্দী কলেজ এক্স ক্যাডেট এসোসিয়েশনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) কবি নজরুল এক্স ক্যাডেট এসোসিয়েশনের সদস্য ইংল্যান্ড প্রবাসী ব্যারিস্টার কামরুল হাসান তুষারের সৌজন্যে এ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

এদিন সকাল ৮টায় দিকে ঢাকার ধুপখোলা মাঠে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকার হাজারও দর্শক উপভোগ করে খেলাটি।

টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ নির্ধারিত সময় গোল শূন্য ড্র হলে, ট্রাইব্রেকার ৫-৪, সোহরাওয়ার্দী কলেজ জয় লাভ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৫ ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. শামসুদ্দোহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী আজিম বেপারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বনামধন্য কণ্ঠশিল্পী কিশোর পলাশ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইয়ুথ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক