‘ভারতীয় সেনাবাহিনীতে সমকামিতা চলবে না’

ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

‘ভারতীয় সেনাবাহিনীতে সমকামিতা চলবে না’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সেনাবাহিনীতে সমকামিতা বরদাশত করা হবে না বলে কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সমকামিতার বিষয়ে ভারতীয় সেনাবাহিনীতে নিজস্ব আইন চালু আছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে এ খবর প্রচার করা হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার সেনাপ্রধান হিসেবে বাহিনীর পক্ষ থেকে বার্ষিক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন জেনারেল বিপিন রাওয়াত।

সেখানে সাংবাদিকেরা সমকামিতা বৈধ করে দেওয়া আদালতের রায়ের প্রসঙ্গ তোলেন।

জেনারেল বিপিন রাওয়াত বলেন, ‘আমরা সেনাবাহিনীর ভেতরে এর অনুমোদন দেব না। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীতে নিজস্ব আইন চালু আছে।

গত সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট সমকামিতাকে বৈধ বলে রায় দেন।

ওই সময় পাঁচ বিচারকের বেঞ্চ সর্বসম্মতভাবে এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের এই আদেশের বিষয়ে জেনারেল বিপিন রাওয়াত বলেন, সেনাবাহিনী খুবই রক্ষণশীল।

‘আমরা দেশের আইনকানুনের ঊর্ধ্বে নই, কিন্তু যখন আপনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবেন, কিছু অধিকার ও সুবিধা আপনি পাবেন না। কিছু বিষয় আমাদের জন্য ভিন্ন। আমরা এটিকে (সমকামিতা) সেনাবাহিনীর মধ্যে ঢুকতে দিতে পারি না। ’

ভারতের সর্বোচ্চ আদালত গত ৬ সেপ্টেম্বর ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অবৈধ বলে রায় ঘোষণা করেন। বহু প্রাচীন ওই ধারায় সমকামিতা অপরাধ বলে গণ্য হতো। ওই রায়ের পর দুই প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারীর মধ্যে সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক স্থাপন আর অপরাধ বলে গণ্য হবে না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর