ভাড়াটিয়া পরিচয়ে স্বর্ণ হাতিয়ে নেয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ফাইল ছবি

ভাড়াটিয়া পরিচয়ে স্বর্ণ হাতিয়ে নেয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ভাড়াটিয়া পরিচয়ে স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দীর্ঘদিন ধরেই তারা এ কর্মকাণ্ড চালিয়ে আসছিলো।

মঙ্গলবার সকালে কাওরানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এসব জানান।

তিনি বলেন, দীর্ঘদিন চক্রটি ভাড়াটিয়া সেজে এ অপরাধ করে আসছিলো চক্রটি।

প্রথমে টার্গেট ঠিক করে একটি এলাকায় বাসা ভাড়া নেয় তারা। পরে সখ্যতা গড়ে তোলার এক পর্যায়ে নিজেদের স্বর্ণকার পরিচয় দিয়ে বাসায় থাকা স্বর্ণালংকার পরিষ্কার করে দেওয়ার প্রস্তাব দেয়।

কমান্ডার আরাফাত আরও জানান, এভাবেই আস্থা অর্জনের পর টার্গেট ব্যক্তির সবকিছু লুটে নিয়ে চলে যায় তারা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চক্রের মূলহোতা আলী হাসান সোহেলসহ তার এক নারী সহযোগীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা তিন চার বছর ধরে এভাবে প্রতারণা করে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছিল।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক