রয়টার্সের দুই সাংবাদিকের সাজা বহাল

ছবি সংগৃহীত

রয়টার্সের দুই সাংবাদিকের সাজা বহাল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় গ্রেপ্তার হয়ে সাজাপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিকের সাত বছরের সাজার রায় বহাল রেখেছে দেশটির আপিল আদালত। তাদের সাজার বিরুদ্ধে আপিল আবেদন শুক্রবার খারিজ করে দিয়েছেন মিয়ানমারের হাইকোর্ট। খবর রয়টার্সের।

বিচারক অং নাইং তার রায়ে বলেছেন, নিজেদের নির্দোষের স্বপক্ষে যথেষ্ট প্রমাণ উপস্থাপনে তারা ব্যর্থ হয়েছেন।

তিনি বলেন, তাদের জন্য এটা উপযুক্ত শাস্তি। তারা সাংবাদিকতার নৈতিকতা মেনে চলেননি। আর ফাঁদে ফেলে গ্রেপ্তার করার যে অভিযোগ তারা করেছেন সে বিষয়েও আদালত নিশ্চিত হতে পারেনি।

রয়টার্সের ওই দুই সাংবাদিক এখন এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন।

 ওই আদালত যে রায় দেবেন সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

আদালতের রায়ের পর বার্তা সংস্থা রয়টার্সের প্রধান সম্পাদক স্টেফেন এক বিবৃতিতে বলেন, ওয়া লোন এবং কিয়াও সো ও’র ওপর যেসব নিপীড়ন চালোনে হচ্ছে আজকের রায় সেসব অন্যায়ের একটি। তারা এখনও কারাগারে থাকার একটাই কারণ, যারা ক্ষমতায় আছে তারা সত্যের মুখ বন্ধ করতে চাইছে।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর