নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) জয়ের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ জুন) এ শুভেচ্ছা বার্তা পাঠান তিনি।  

ওই শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেন, ‘ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) দুর্দান্ত বিজয়ের জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে (নরেন্দ্র মোদি) আন্তরিক অভিনন্দন জানায়। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নেতা হিসেবে আপনি ভারতের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন করেন।

এ বিজয় ভারতের জনগণের আপনার প্রতি ও আপনার প্রতিশ্রুতিশীল নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস প্রমাণ করে। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি তৃতীয় মেয়াদে ফের যাত্রা শুরু করবেন। আমার দৃঢ় বিশ্বাস আমাদের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক অব্যাহত থাকবে। আপনাকে আশ্বস্ত করছি যে, ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশ দুই দেশের জনগণের উন্নতির পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য যৌথভাবে কাজ করবে।

আমি ভারতের জনগণকে অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভেচ্ছা জানায়। ’ 

তিনি বলেন, ‘আমি আগামী দিনে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। অনুগ্রহ করে আপনার প্রতি আমার শ্রদ্ধা সাদরে গ্রহণ করুন। ’
news24bd.tv/আইএএম