কুষ্টিয়ায় বঙ্গবন্ধু পরিষদের ৬ দফা দিবস উদযাপন

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু পরিষদের ৬ দফা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় শহরের কালিশংকরপুরে ফাহিম আর্ট স্কুলে এ আয়োজনে অর্ধশতাধিক শিশু-কিশোর অংশ নেয়।

আমেরিকা থেকে ভার্চুয়ালি এ আয়োজনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের জেলা কমিটির সভাপতি মতিউর রহমান লাল্টু।

এসময় বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক শামসুর রহমান, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যাপক কমল সরকার ও ফাহিম আর্ট স্কুলের পরিচালক মোস্তাফিজুর রহমান।

বক্তারা বলেন, শিশু-কিশোরদের মনে মুক্তিযুদ্ধের চেতনা শানিত করতে ঐতিহাসিক ৬ দফা দিবসে এ ধরনের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মাধ্যমে তারা বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফার গুরুত্ব সম্পর্কে জানতে পারছে।

আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

news24bd.tv/তৌহিদ