সতীর্থদের ভূয়সী প্রশংসা করলেন নাজমুল

নাজমুল হোসেন শান্ত

সতীর্থদের ভূয়সী প্রশংসা করলেন নাজমুল

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার ৯ উইকেটে ১২৪ রান তাড়া করতে নেমে বাংলাদেশ একপর্যায়ে হাতে ২ উইকেট রেখে ১২ বলে ১১ রানের সমীকরণে ছিল। সেখান থেকে যেকোনো কিছুই ঘটতে পারত। মাহমুদ উল্লাহ থাকায় রক্ষা।  অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য শুধু মাহমুদউল্লাহ নয়, দলের সবারই প্রশংসা করলেন।

বিশেষ করে মাঠে নেমে ইতিবাচক শরীরি ভাষার ভূয়সী প্রশংসাই করলেন নাজমুল, ‘সবার শরীরি ভাষাই দারুণ ছিল। আমরা নিজেদের ১২০ শতাংশ দিয়েছি। ’

শ্রীলঙ্কার ইনিংসে আজ ৫৭টি ডট আদায় করেছেন বাংলাদেশের বোলাররা। উইকেটও নিয়েছেন নিয়মিতভাবেই।

আর ফিল্ডাররাও ছিলেন বেশ তৎপর। অতিরিক্ত রান দেননি বললেই চলে। নাজমুল এসব মিলিয়েই সন্তুষ্টি প্রকাশ করলেন, ‘১০-১৫ দিন ধরে আমরা পরিকল্পনা করছি। ফিল্ডাররাও তাদের দায়িত্ব পালন করেছে। তবে আমার মনে হয় তারা দারুণ বোলিং করেছে। ’ বাংলাদেশের বোলাররা কতটা ভালো বোলিং করেছেন, সেই প্রমাণ দেবে স্কোরকার্ডই। ৫.১ ওভারে ২ উইকেটে ৪৮ থেকে বাকি ওভারগুলোয় মাত্র ৭৬ রান তুলতে পেরেছে শ্রীলঙ্কা। এই পথে হারিয়েছে ৭ উইকেট।

তবে এই রান করতে গিয়েই বিপদে পড়েছিল বাংলাদেশ। ১১.৪ ওভারে দলীয় ৯১ রানে তাওহিদ হৃদয় আউট হওয়ার পর ২২ রানের মধ্যে আরও ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ শেষ পর্যন্ত না থাকলে ফলটা অন্য রকমও হতে পারত। নাজমুল তাই আরও ভালো ব্যাটিংয়ের তাগাদা দিলেন এভাবে, ‘এমন উইকেটে আমাদের আরও সহজে জেতা উচিত ছিল। ’

চতুর্থ উইকেটে লিটন ও হৃদয়ের ৩৮ বলে ৬৩ রানের জুটি বাংলাদেশের জয়ের ভিত। এই জুটিতে লিটনের অবদান ১৮ বলে ১৮, হৃদয়ের ২০ বলে ৪০। দুজনের প্রশংসা করে নাজমুল বলেছেন, ‘খুব গুরুত্বপূর্ণ ছিল লিটনের জন্য। সে রান পাচ্ছিল না, আজ নিজের দক্ষতা দেখিয়েছে। আমার মতে, সে খুব ভালো ব্যাটিং করেছে। হৃদয় খুব সাহসী ছিল। ওই ওভারে (হাসারাঙ্গার ১২তম ওভারে টানা তিন ছক্কা) সে যেভাবে ব্যাট করেছে, সেটি আমাদের খুব কাজে লেগেছে। ’

news24bd.tv/আইএএম