শুরুতেই জোড়া আঘাত সাকিবের

শুরুতেই জোড়া আঘাত সাকিবের

অনলাইন ডেস্ক

বল হাতে শুরুটা তেমন ভালো ছিল না। দ্বিতীয় বলেই হজম করেন ছক্কা, তৃতীয় বলে চার। তবে ওভারের শেষে দারুণ কামব্যাক করেছেন তানজিম হাসান সাকিব। শেষ বলে তিনি তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান ওপেনার রিজা হেনড্রিকসকে।

এরপর দ্বিতীয় ওভারে এসে বিপদজনক হয়ে ওঠা কুইন্টন ডি কককে ফিরিয়ে দিয়েছেন এই পেসার।

আজ সোমবার (১০ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে দক্ষিণ আফ্রিকা নেয় আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

ব্যাটিংয়ে নেমে ডি কক দেন ঝোড়ো শুরুর ইঙ্গিত। তবে প্রথম ওভারের শেষ বলে হেনড্রিকসে ফিরিয়ে দেন সাকিব।

পরের ওভারে তাসকিন আহমেদ খরচ করেন ৭ রান। এরপর বোলিংয়ে এসে বিপদজনক হয়ে ওঠা ডি কককেও ফিরিয়ে দেন সাকিব। এবার তার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ডি কক। ১১ বলে ১৮ রান করেন তিনি।

news24bd.tv/SHS