ভারতকে ১১১ টার্গেট যুক্তরাষ্ট্রের

ভারতকে ১১১ টার্গেট যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

সুপার এইটে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১০ রানের পুঁজি সংগ্রহ করে যুক্তরাষ্ট্র।

বুধবার (১২ জুন) টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের তোপের সম্মুখীন হতে থাকেন যুক্তরাষ্ট্রের ব্যাটাররা।

দলীয় ৩ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে যুক্তরাষ্ট্র।

এরপর মন্থর রানের গতি নিয়ে দলীয় ২৫ রানে পৌঁছালে ৩ উইকেট হারিয়ে বসে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের হয়ে দলীয় সর্বোচ্চ ৩০ বলে ২৪ রান করে স্টিভেন টেইলর। ২৩ বলে ২৭ রান করেন নীতিশ কুমার। শেষদিকে কোনোরকমে ১০০ রান পার করে স্বাগতিকরা।

ভারতের হয়ে বোলিংয়ে ৪ উইকেট শিকার করেন আর্শদীপ সিং। দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। একটি উইকেট পান অক্ষর প্যাটেল।

news24bd.tv/SC