টি-টোয়েন্টিতে সাকিবের ২৫০০ রান

প্রথম বাংলাদেশি হিসেবে 

টি-টোয়েন্টিতে সাকিবের ২৫০০ রান

অনলাইন ডেস্ক

টিম প্রিঞ্জলের করা বলটা লেগ সাইডে ঠেলে দিয়ে দৌড়ে ১ রান নিলেন সাকিব। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ২ হাজার ৫০০ রান পূর্ণ হলো।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ২ হাজার ৫০০ রানের মাইলফলকে পৌঁছেছেন সাকিব। তার নিকটতম স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

 

এই মুহূর্তে তার নামের পাশে ২ হাজার ৩৪৮ রান। ১২৫ ম্যাচের ১২২ ইনিংসে সাকিব ব্যাট করেছেন ১২০’র বেশি স্ট্রাইকরেটে, মাহমুদউল্লাহর ক্ষেত্রে সংখ্যাটা ১১৮’র ঘরে।

পরের ওভারেই ফিফটি পূর্ণ করেছেন সাকিব। তার ৩৮ বলের এ ফিফটি এলো ২০ মাস পর।

সবশেষ ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে অর্ধশত রানের দেখা পেয়েছিলেন তিনি। দেশের হয়ে টি-টোয়েন্টিতে এটা তার ১৩তম ফিফটি, তিন ফরম্যাট মিলিয়ে ১০০তম।

নামের পাশে ২ হাজার ৪৫১ রান নিয়ে ডাচদের বিপক্ষে খেলতে নেমেছিলেন সাকিব। তখন ২ উইকেট হারিয়ে বাংলাদেশ বিপদে। তানজিদ তামিমকে সঙ্গী করে দলকে বিপদ থেকে উদ্ধার করেন তিনি। তানজিদ ফিরে যান ২৬ বলে ৩৫ রান করে।  

এরপর তাওহীদ হৃদয় ৯ রান করে আউট হলে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়েন বাংলাদেশ অলরাউন্ডার। তানজিদের সঙ্গে ৪৮ রানের জুটির পর রিয়াদের সঙ্গে সাকিবের হয় ৪১ রানের জুটি।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক