বিলে মাছ ধরার সময় বজ্রপাত, প্রাণ গেল দুইজনের

বিলে মাছ ধরার সময় বজ্রপাত, প্রাণ গেল দুইজনের

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদরের ডেমা ইউনিয়নে বজ্রপাতে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। বুধবার দুপুরে ভারি বৃষ্টিপাতের মধ্যে ডেমা ইউনিয়নের হেদায়েতপুর বিল থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে সেলিম শেখ (৩৫) নামে এক কৃষক ও একই ইউনিয়নের নলবুনিয়া বিলে মাছ ধরার সময় বজ্রপাতে শরিফুল ইসলাম (২০) নামে এক যুবক মারা যায়।

নিহত সেলিম শেখ হেদায়েতপুর গ্রামের কাওসর শেখের ছেলে ও শরিফুল ইসলাম পিসি ডেমা গ্রামের আমিনুল হকের ছেলে।  

এসময়ে একই নলবুনিয়া বিলে মাছ ধরার সময় বজ্রপাতে উজ্জল হাওলাদার (২৮) বজ্রপাতে গুরুতর আহত হয়।

গুরুতর আহত উজ্জল হাওলাদারকে উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট সদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে ভারি বৃষ্টিপাতের মধ্যে হেদায়েতপুর বিল থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে সেলিম শেখ (৩৫) ও নলবুনিয়া বিলে মাছ ধরার সময় শরিফুল ইসলাম (২০) নামে দুইজন বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। এ সময়ে একই নলবুনিয়া বিলে মাছ ধরার সময় বজ্রপাতে উজ্জল হাওলাদার (২৮) বজ্রপাতে গুরুতর আহত হয়। গুরুতর আহত উজ্জল হাওলাদারকে উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক