আইসিটিতে রাজস্ব না বাড়িয়ে সেবার মান বাড়ানোর তাগিদ পলকের

ফাইল ছবি

আইসিটিতে রাজস্ব না বাড়িয়ে সেবার মান বাড়ানোর তাগিদ পলকের

নিজস্ব প্রতিবেদক

আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান কোম্পানি। তবে রাজস্ব আহরণসহ বেশ কিছু বাধা রয়েছে। যা সমাধানের আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (২০ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব বলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এর আগে সকালে সচিবালয়ে সকালে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন মালয়েশিয়ান হাইকমিশনার হাজনা মো. হাসিম।

বৈঠকে দুদেশের টেলিকম সেক্টর নিয়ে আলাপ করেন তারা। পরে সাংবাদিকের পলক বলেন, নতুন করে রাজস্ব না বাড়িয়ে সেবার মান বাড়ালে আইসিটি সেক্টরে নতুন খাত তৈরি হবে। এতে রাজস্ব আহরণ ও বিনিয়োগ বাড়বে।

news24bd.tv/FA