ইউক্রেনে টাকা পাঠানোর অভিযোগে রুশ শিক্ষকের কারাদণ্ড

ইউক্রেনে টাকা পাঠানোর অভিযোগে রুশ শিক্ষকের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

ইউক্রেনে অর্থ পাঠানোয় রাষ্ট্রদোহিতার অভিযোগে এক রুশ শিক্ষককে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির একটি সামরিক আদালত ওই শিক্ষককে অভিযুক্ত করেছেন। অভিযুক্তকে পাঁচ বছর কারাগারে এবং আরও ১৫ বছর নির্বাসিত উপনিবেশে কাটাতে হবে।

দণ্ডিত সেই শিক্ষকের নাম দানিল ক্লিউকা।

এই অভিযুক্ত অবশ্য দাবি করেছেন, সহকর্মীরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।  

বেনামী এক মুখপাত্র এ বিশিয়ে বৃহস্পতিবার আরআইএ নভোস্তি সংবাদ সংস্থাকে বলেছেন, আদালতের ওয়েবসাইট অনুসারে বুধবার রায় প্রদান করা হয়। আসামিকে ‘উচ্চ রাষ্ট্রদ্রোহ’ এবং ‘সন্ত্রাসী কর্মকান্ডে সমর্থন’ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

রুশ মিডিয়া গ্রুপ আরবিকে জানিয়েছে, ইউক্রেনের একটি তহবিল ‘কম ব্যাক অ্যালাইভ’-এর জন্য অর্থ সংগ্রহ করেছিলেন ক্লিউকা।

যার মাধ্যমে ওই দেশের সেনাবাহিনীর জন্য এই অর্থ সংগ্রহ করা হয়। ক্লিউকা বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ২০ হাজার থেকে থেকে ১ লাখ রুবেল (২২৯ মার্কিন ডলার থ থেকে ১১৪৬ মার্কিন ডলার) মূল্যের ক্রিপ্টোকারেন্সি দুটি ব্যাংকে স্থানান্তর করেছে।

অভিযোগ অনুযায়ী, ক্লিউকা ইউক্রেনের আজভ রেজিমেন্টে অর্থ পাঠানোর পরিকল্পনাও করেছিল, যাকে রাশিয়া একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে শ্রেণীবদ্ধ করেছে।

আরবিকের দাবি, ক্লিউকা বিচারের সময় তার দোষ স্বীকার করেছেন। রুশ মিডিয়া জানিয়েছে, মস্কোর লিপেটস্ক অঞ্চল থেকে তাকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছিল।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক