ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভ মিছিল চলাকালে কেএফসি ও পিৎজা হাটে ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি ইসরায়েল সম্পৃক্ত পণ্য বয়কটের ডাকও দিয়েছেন বিক্ষুব্ধরা। সোমবার (৭ এপ্রিল) সারা বিশ্বে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি রেখে কক্সবাজার শহর থেকেও বিক্ষোভ মিছিল বের হয়। কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি ময়দান থেকে মিছিলটি বের করা হয়। কলাতলী ডলফিন মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলটি সাগর পাড়ের হোটেল-মোটেল জোন সড়কের কাছে গেলে বিক্ষুব্ধ জনতা দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার মালিক ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান কেএফসি ও পিৎজা হাটের আউটলেটে ভাঙচুর চালায়। এ সময় অনেকে প্রতিষ্ঠানে হামলা না চালানোর অনুরোধ করেন। তবে বিক্ষুব্ধ জনতা এগুলো ইসরায়েলের দোসর...
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ, ট্রান্সকমের পণ্য বর্জনের ডাক

গাজীপুরে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ ও বিক্ষোভ কর্মসূচি পালন
গাজিপুর প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হিসেবে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গাজীপুরের সর্বস্তরের জনগণ। সোমবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। মিছিলটি গাজীপুরের বিভিন্ন প্রদান সড়ক প্রদক্ষিণ করে চান্দনা চৌরাস্তায় এসে সমাবেশ করেন সর্বস্তরের জনগণ। তারা বলেন, ইসরাইলি পণ্য বয়কট ও গাজাবাসীর উপর এই নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদ করেন। সেখানে সমাবেশ থেকে ফিলিস্তিনের গাজায় গণহত্যার তীব্র নিন্দা জানানোসহ বিভিন্ন মুসলিম দেশ এ ঘটনায় নিরব থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়। news24bd.tv/TR
কুমিল্লায় ১৫ কেজি গাঁজাসহ মিনি কাভার্ডভ্যান আটক
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ময়নামতি এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ একটি মিনি কাভার্ডভ্যানকে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) দুপুরে হাইওয়ে পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মো.শামসুল আলম এ তথ্য জানান। তিনি জানান, কুমিল্লা সুয়াগাজী হতে একটি মিনি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো-ন-১৭-০৩৭৮) এর চালক মাদক বহন করে মহাসড়ক দিয়ে ঢাকা নিয়ে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এর নেতৃত্বে এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অনুমান ৫ টা ১০ মিনিটে অবস্থান নেয়। কোতোয়ালি মডেল থানাধীন আলেখারচর এলাকায় ঢাকামুখী লেনে উল্লিখিত কাভার্ড ভ্যানটি দেখতে পেয়ে সিগন্যাল দিলে কাভার্ড ভ্যানের চালক সুকৌশলে গাড়িটি রাস্তার ডান পাশে থামিয়ে দরজা খুলে নেমে দৌড় দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি...
ভাড়াটিয়া গৃহবধূর সরলতাই কাল হলো, বাড়ির মালিক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

নেত্রকোনায় ভাড়াটিয়া এক গৃহবধূকে (৩৭) ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক আনোয়ার হোসেনকে (৪৭) গ্রেপ্তার করা হয়েছে। রোববার ( ৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের পারলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্বামীসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে আনোয়ারের বাসায় ভাড়া থাকেন ওই গৃহবধূ। সম্প্রতি তাকে প্রেমের প্রস্তাব দেন আনোয়ার। তিনি অনৈতিক প্রস্তাবটি ফিরিয়ে দেন। এতে ওই নারীর ওপর ক্ষিপ্ত হন আনোয়ার। তিনি ভেষজ ওষুধের মাধ্যমে কবিরাজি চিকিৎসা করতেন। জানা যায়, গত ২৩ মার্চ বেলা ১১টার দিকে ওই গৃহবধূর সরলতার সুযোগ নেন আনোয়ার। ভুলবাল বুঝিয়ে ওই নারীকে চিকিৎসার নামে ভেষজ ওষুধ সেবন করান তিনি। একপর্যায়ে গৃহবধূ অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করেন। জ্ঞান ফিরলে আনোয়ার তাকে বিষয়টি গোপন রাখতে বলেন। অন্যথায় প্রাণনাশের হুমকিসহ ভয় দেখান। এরপর ২৪ ও ২৫ মার্চ...