ব্রাহ্মণবাড়িয়ায় এক মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে তার শিশুসন্তানকে চুরি করে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় শহরের আল খলিল হাসপাতাল থেকে সাউদা হোসেন সারা নামে চার বছরের ওই শিশুটিকে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত এক নারী। যদিও নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর এক সিএনজিচালিত অটোরিকশাচালক শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেয়। এ ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা জানান, জেলার বিজয়নগর উপজেলার বাড়ঘরিয়া গ্রামের সৌদিপ্রবাসী ইমাম হোসেনের মেয়ে সাউদা জাহান সারা। দুপুরে সাউদার ছোট ভাইকে চিকিৎসক দেখাতে আল খলিল হাসপাতালে আসেন মা স্মৃতি চৌধুরী ও নানী সাহানা আক্তার। সেখানে স্মৃতি চৌধুরীর ব্যাগ হারিয়ে গেলে তা খুঁজে দেন অজ্ঞাত এক নারী। এরপর তাদের সঙ্গে সখ্য গড়ে তোলেন ওই নারী। একপর্যায়ে তাদের বিশ্বাস অর্জন...
মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে শিশুসন্তান নিয়ে উধাও
অনলাইন ডেস্ক

পাওনাদারদের টাকা পরিশোধ করলেন সেই ওসি
অনলাইন ডেস্ক

ময়মনসিংহের নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদকে হঠাৎ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ভোরে তিনি কর্মস্থল ত্যাগ করেন। এর পরপরই থানায় হাজির হন অন্তত ৩০ জন পাওনাদার, এ ঘটনায় কয়েকজন ব্যবসায়ীর পাওনা টাকা পরিশোধ করেছেন তিনি। শনিবার (১৫ মার্চ) নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও দায়িত্বপ্রাপ্ত ওসি মোজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজনের টাকা পরিশোধ করছেন ওসি ফরিদ আহমেদ। বাকিদের টাকাও দ্রুতই পরিশোধ করবেন তিনি। নান্দাইল পৌর বাজারের ইসহাক মার্কেটের প্রাইম কালেকশনের মালিক মো. মোফাজ্জল হোসেন খান রেনু বলেন, আমার দোকান থেকে বিভিন্ন সময়ে পরিবারের জন্য পোশাক নিয়েছেন ওসি ফরিদ। তাছাড়া গত শীতের শুরুতে নিয়েছেন তিনটি কাশ্মীরি শাল। সব...
বাড়িতে একা পেয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার আইসক্রিম বিক্রেতা
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে শাহিন হোসেন নামে এক যুবককে গাছে বেঁধে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (১৫ মার্চ) রাতে নির্যাতিত তরুণীর বাবা বাদী হয়ে আদিতমারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে একই দিন বিকেলে উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার যুবক শাহিন হোসেন একই ইউনিয়নের সরল খাঁ গ্রামের শওকত আলীর ছেলে। তিনি পেশায় আইসক্রিম বিক্রেতা। মামলার প্রতিবেদনে বলা হয়, বাক ও শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (২৮) বাড়িতে রেখে পরিবারের সদস্যরা ক্ষেতে কাজে যান। শনিবার বিকেলের দিকে আইসক্রিম বিক্রি করতে এসে যুবক শাহিন হোসেন ওই বাড়ি যায়। এসময় তরুণীকে বাড়িতে একা পেয়ে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে তার বাড়িতেই তরুণীকে ধর্ষণ করে। এরই মাঝে কাজ শেষ করে ওই তরুণীর ভাই বাড়িতে এসে...
ট্রাক-মোটরসাইকেল-রিকশার ত্রিমুখী সংঘর্ষে ঝরল দুই প্রাণ
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত দুইজনের প্রাণহানি ঘটেছে। আজ রোববার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ (২২) ও রিকশাচালক একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের মো. শাহজাহান (৫১)। করিমপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। আরও পড়ুন ঢাকা ছাড়ার আগে প্রধান উপদেষ্টাকে ফোনে যা বললেন জাতিসংঘ মহাসচিব ১৬ মার্চ, ২০২৫ তিনি আরও বলেন, এতে মোটরসাইকেল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর