শেষ কর্মদিবসে অবরুদ্ধ বুয়েট উপাচার্য 

বুয়েট উপাচার্য ড. সত্যপ্রসাদ মজুমদার

শেষ কর্মদিবসে অবরুদ্ধ বুয়েট উপাচার্য 

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ড. সত্যপ্রসাদ মজুমদারকে তার কার্যালয়ে অবরুদ্ধ করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২৪ জুন) বিকেল ৪টা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে তারা অবস্থান করছেন। পদোন্নতি নীতিমালা বহালের দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা তাকে অবরুদ্ধ করেছেন বলে জানা গেছে।  

আন্দোলনরত কর্মচারীরা জানান, তারা যাতে কিছু করতে না পারেন, তাই এতদিন নীতিমালা বাতিলের বিষয়টি কর্তৃপক্ষ লুকিয়ে রেখেছিল।

আন্দোলনকারীরা বলেন, আমরা নীতিমালা বহাল চাই। এই দাবিতে উপচার্যকে অবরুদ্ধ করা হয়েছে। তিনি যেন আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করেন, আমরা সেই দাবি জানাই।

উপাচার্যকে অবরুদ্ধ করে কর্মচারীরা স্লোগান দিচ্ছিলেন– ‘আমাদের দাবি মানতে হবে’, ‘পদোন্নতি নীতিমালা ফিরিয়ে আনতে হবে’।

জানা যায়, বর্তমান উপাচার্যের মেয়াদ আগামীকাল মঙ্গলবার শেষ হতে চলেছে। এরই মধ্যে নীতিমালা-২০১৫ বাতিলের বিষয়টি ছড়িয়ে পড়লে উপাচার্যকে অবরুদ্ধ করেন কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে ২০১৯ সালে আবরার হত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তখনকার উপাচার্য সাইফুল ইসলাম সরে গেলে দায়িত্ব পান ড. সত্যপ্রসাদ মজুমদার। আজ ছিল তার শেষ কর্মদিবস।
news24bd.tv/আইএএম