পরীমনি কাণ্ডে চাকরি গেলো পুলিশ সুপার সাকলায়েনের

পরীমনির বাসায় সাকলায়েন

পরীমনি কাণ্ডে চাকরি গেলো পুলিশ সুপার সাকলায়েনের

নিজস্ব প্রতিবেদক

অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) গোলাম সাকলায়েনের চাকরি গেলো চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে।

গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুঁই স্বাক্ষরিত এক আদেশে গোলাম সাকলায়েনকে ‘গুরুদণ্ড’ হিসেবে চাকরি থেকে ‘বাধ্যতামূলক অবসর প্রদান’ পরামর্শের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এই আদেশে বলা হয়, মোবাইলের ফরেনসিক রিপোর্ট দেখে জানা যায়, বিভিন্ন সময়ে (দিনে ও রাতে) নায়িকা পরীমণির বাসায় এডিসি গোলাম সাকলায়েন অবস্থান করেছেন।

পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কের সময় তিনি গোয়েন্দা-গুলশান বিভাগের এডিসির দায়িত্বে ছিলেন।

প্রথমে এ ঘটনা জানাজানি হওয়ার পর গোলাম সাকলায়েনকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) বদলি করা হয়। পরে ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

জানা যায় , ২০২১ সালের ১৩ জুন বোট ক্লাবের ঘটনার পর পরীমণিকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ এনে মামলা করা হলে সেই মামলার তদন্তের সূত্র ধরে পরীমনির সঙ্গে পরিচয় হয় গোলাম সাকলায়েনের। সাকলায়েন তখন ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি)।

আরও পড়ুন: ব্যবসায়ী হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমনি

এরপর নিয়মিত পরীমনির বাসায় যেতেন সাকলায়েন। সবশেষ পরীমণি ডিবির কর্মকর্তা গোলাম সাকলায়েন রাজারবাগের মধুমতি ভবনের বাসায় গিয়ে প্রায় ১৮ ঘণ্টা অবস্থান করেছিলেন।  

news24bd.tv/ডিডি