দুই বছরে পদ্মা সেতু থেকে প্রাপ্ত টোলের পরিমাণ জানালেন ওবায়দুল কাদের

দুই বছরে পদ্মা সেতু থেকে প্রাপ্ত টোলের পরিমাণ জানালেন ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক

পদ্মা সেতু উদ্বোধনের তারিখ থেকে শুরু করে ২০২৪ সালের ২৪ জুন পর্যন্ত পদ্মা সেতু থেকে প্রাপ্ত টোলের পরিমাণ জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুই বছরে পদ্মা ১ কোটি ২৭ লাখ যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে ১ হাজার ৬৪৮ কোটির টাকার বেশি টোল আদায় হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সেতু ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব তথ্য জানান।

এর আগে তিনি সেতু কর্তৃপক্ষের বোর্ড মিটিংয়ে যোগদান করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পদ্মা সেতুর সুফল ভোগ করছি। ২১টি জেলার ৩ কোটি মানুষ সুবিধা ভোগ করছে। ৬ কিস্তিতে এখন পর্যন্ত ৯৪৮ কোটি টাকা অর্থ বিভাগকে পরিশোধ করা হয়েছে।

আগামী ২৭ জুন সপ্তম কিস্তির ৩১৪ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে।

এসময় তিনি আরও বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য অনেক প্রতীক্ষিত। দুই বছর আগে পদ্মা নদীর ওপর পদ্মা সেতু নির্মাণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে নিজ অর্থায়নে এই পদ্মা সেতু করা হয়েছে। ’ 

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সেতু বিভাগের সচিব মনজুর হোসেন ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয় পদ্মা সেতু। পরদিন ২৬ জুন সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।  

news24bd.tv/SC