কাশিমপুর কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে বাবু

কাশিমপুর কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে বাবু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ জুন) বিকাল ৪টায় বাবুকে ঝিনাইদহ কারাগারে আনা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন ঝিনাইদহ কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার।

গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত আদেশ দেওয়ার পর বাবুকে ঝিনাইদহে আনা হলো।

পুলিশ জানায়, আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে বাবুকে ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এসআই আলী হোসেনের নেতৃত্বে প্রিজন ভ্যানটি কারাগারে আসে।

এদিকে, বাবুকে ঝিনাইদহে আনা হচ্ছে এ তথ্য ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকাল থেকে কারাগারের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ।

ঝিনাইদহ কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার জানান, কাজী কামাল আহমেদ বাবু নামে এক আসামিকে বুঝে পেয়েছেন।

এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

প্রসঙ্গত, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশে অপহরণের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধারে ম্যাজিস্ট্রেটের অধীনে ঝিনাইদহে অভিযান পরিচালনার আদেশ দেন আদালত।

news24bd.tv/SHS